পুরনো স্মৃতি ভুলে জীবনের নতুন ‘অধ্যায়’ শুরু করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী! সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি। সমালোচনা এবং তার নাম যেন জড়িয়ে গিয়েছিল ওতপ্রোতভাবে। মাদককান্ড থেকে শুরু করে আত্মহত্যার প্ররোচনা সবমিলিয়ে তার জীবনে একাধিক ঝড় বয়ে গিয়েছে।
সেসব সামলে এখন নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আসলে সম্প্রতি তিনি তার একটি পডকাস্ট চালু করেছেন। যার নাম ‘অধ্যায় ২’। ২০২০ সালে মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার জীবনের উপর দিয়ে নানান ঝড়ঝাপ্টা বয়ে গিয়েছে।
তবে এখন কিছুটা থিতু হয়েছেন তিনি। তার পডকাস্টে অভিনেত্রী সুস্মিতা সেন অতিথি হিসেবে এসেছিলেন। যেখানে রিয়া বলেন, ‘আমি জীবিকার জন্য কী করি তা নিয়ে লোকেরা বিভ্রান্ত। আমি চলচ্চিত্রে অভিনয় করছি না আমি অন্যান্য কাজ করি। আমি অনুপ্রেরণামূলক কথা বলি এবং এভাবেই অর্থ উপার্জন করি।’
তিনি আরো বলেন যে এই পডকাস্টটির নাম তার জীবন থেকেই অনুপ্রাণিত। কারণ, সবাই তার জীবনের প্রথম অধ্যায় জানেন। তার মতে, ‘নিজেকে আরও অনুভব করছি। একটি পুনর্জন্মের মতো এবং আমি অধ্যায় ২ যে কারো সাথে উদযাপন করতে চাই। এটা আবার শুরু করার জন্য, আমি পরিবর্তন উদযাপন করতে চাই।’
অন্যদিকে তিনি এও জানান যে সবাই তাকে ঘৃণা করেন না বরং তিনি তার নিজের যে ইমেজ তৈরি করেছিলেন সেটিতে অন্যদের সমস্যা ছিল। বলেন, ‘অনেকেই মনে করেন আমি ডাইনি বা কালা জাদু করি। একইসাথে অনেকেই ভাবেন যে আমি শক্তিশালী মেয়ে যার সব কিছুর সাথে লড়াই করার সাহস ছিল।’