শহরে ফিরতে না ফিরতেই হাসপাতালে ছুটতে হলো অভিনেতা তথা সাংসদ দেব অধিকারীকে! কয়েক দিনের ছুটি কাটাতে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি। যদিও কোথায় ছুটি কাটাতে গিয়েছিলেন সেই কথা প্রকাশ্যে আনেননি। বুধবারই শহরে ফিরেছেন এই জুটি।
এরই মধ্যে তার পরিবারে নেমে এসেছে বিপদ। অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা গুরুপদ অধিকারী। তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। যেখানে ছুটে গিয়েছেন দেব। বন্ধু সূত্রে জানা গিয়েছে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়েছিল তার বাবার।
মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। তৎক্ষনাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অ্যাঞ্জিওগ্রাম। আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হবে তার অস্ত্রোপচার করতে হবে কিনা।
তবে হাসপাতালে দেব একা নন। তার সাথে রয়েছেন বান্ধবী রুক্মিণী এবং তার বোন। আপাতত খানিকটা চিন্তাতেই রয়েছেন তার পরিবারের সদস্যরা। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই খাদান সিনেমার শ্যুটিং সম্পন্ন করেছেন অভিনেতা। কয়েক দিনের ছুটি পেতেই উড়ে গিয়েছিলেন বিদেশে।
বিদেশে থাকাকালীনই কলকাতায় ঘটে যায় আর.জি কর কাণ্ড। এই ঘটনার প্রতিবাদের পাশে দাঁড়িয়ে তার সিনেমা ‘খাদান’এর টিজার লঞ্চের তারিখ পিছিয়ে দিয়েছেন তিনি। সাথে জানিয়েছেন গোটা ‘খাদান’ টিম এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন। বিদেশ থেকে বাড়ি ফিরতেই এই ঘটনা ঘটলো তাদের বাড়িতে।
আরও পড়ুন,
*‘শিখদের নাম খারাপ করার …!’ কঙ্গনার সিনেমা নিষিদ্ধ করার ডাক গুরুদুয়ারা কমিটির