‘টেস্টে ১০ হাজার রান না করতে পারলে সেটি ব্যর্থতা’! বিরাটকে নিয়ে বার্তা দেন হরভজন সিং

kmc 20240904 081049 h3yU2Uld5n

কোহলিকে নিয়ে স্মৃতিচারণ করলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং। তিনি জানান, তিনি একসময় বিরাটকে বলেছিলেন ১০ হাজার রান যদি সে টেস্টে না করতে পারে তবে সেটি তার ব্যর্থতা।

ভারতীয় ক্রিকেট জগতের দু’টি নক্ষত্র যারা ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও প্রতিনিধিত্ব করছেন তারা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের উপস্থিতি ভারতীয় ক্রিকেট দলকে যেনো আরও পরিপূর্ণ করে তোলে। আগামী কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে ভারতীয় দলের ১০ টেস্ট সিরিজ। তিনটি দলের সঙ্গেই মোট ১০টি টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। তবে এবারের খেলায় ভারতের জয় অনেকটাই নির্ভর করছে বিরাট কোহলির উপর।

আপাতত ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মাকে বাদ দিলে অন্যতম ভরসার জায়গা বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে ওপেন ব্যাটস্ ম্যান হিসেবে মাঠে নামেন রোহিত শর্মা এবং ফার্স্ট ডাউনে নামেন বিরাট কোহলি। দলের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির আউট হয়ে যাওয়া মানে গোটা চাপ এসে পড়ে মিডল অর্ডারের উপর।

এবার বিরাট কোহলিকে নিয়ে স্মৃতিচারণ করলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং। তিনি জানান, তিনি একসময় বিরাটকে বলেছিলেন ১০ হাজার রান যদি সে টেস্টে না করতে পারে তবে সেটি তার ব্যর্থতা। তবে এখনও পর্যন্ত বিরাট ১০ হাজার রানের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার বিরাটকে দেড় দশক আগেই চিনেছিলেন হরভজন সিং।

আরও পড়ুন,
*আয় কোটি কোটি, এবছর কত ট্যাক্স দিলেন শচীন-সৌরভ-বিরাট-ধোনি?

তিনি বুঝেছিলেন আগামী দিনে ভারতীয় ক্রিকেটের পথ দেখাবে বিরাট। তিনি বলেন ২০০৮ সালে বিরাট কোহলি ওডিআই সিরিজে অভিষেক করেন। সেইসময় শ্রীলঙ্কা সফরে খেলতে যায় ভারত। পঞ্চম ওডিআইতে চোটের জন্য খেলা থেকে বাদ পড়েন সেহওয়াগ। সেই খেলায় ওপেন ব্যাটার হিসেবে মাঠে নামেন বিরাট এবং অর্ধশত রান করেন তিনি। বিরাটের এমন পারফরম্যান্সে খুশি হয়েছিলেন হরভজন।

বিরাটের টেস্ট ক্রিকেট শুরুর সময় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিরাট রান পাননি। সেইসময় বিরাট হরভজনকে জিগ্যেস করেন তিনি ভালো ব্যাটার কিনা। তার প্রশ্নের উত্তরে হরভজন বলেন, “যদি তুমি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করতে না পারো তাহলে তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। তোমার মধ্যে যোগ্যতা আছে ১০ হাজার রান করার, সেটা করতে না পারলে এর জন্য তুমি নিজেই দায়ি থাকবে।”

এরপর বিরাটের মধ্যে যে পরিবর্তন তা তিনি লক্ষ্য করেছেন। বিরাট বরাবর নিজেকে সকলের থেকে আলাদাভাবে তৈরি করেছে। হরভজনের কথায়, “ও সাধারণ ক্রিকেটার হয়ে থাকতে চায় না, ওর মধ্য একাগ্রতা রয়েছে এমন ক্রিকেটার হওয়ার যাকে দীর্ঘদিন মানুষ মনে রাখবে। আমার থেকেও বেশি জেদ রয়েছে ওর মধ্যে।”

আরও পড়ুন,
*সাদা রংয়ের শর্ট ড্রেস পরে নৃত্য প্রদর্শন নোরা ফাতেহির