টলিউডের অন্দরমহলে যেন গসিপের অভাব নেই। তারকাদের বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে পরকীয়া, এমনকি অসমবয়সী প্রেম সবমিলিয়ে একের পর এক ঘটনা আমরা শুনতে পাই অন্দরমহল থেকে। সেরকমই সম্প্রতি এক অসমবয়সী প্রেমের কথা শোনা গিয়েছে।
যেখানে নাম রয়েছে অভিনেতা শুভাশিস মুখার্জি এবং অভিনেত্রী মনামী ঘোষের। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এই দীর্ঘ বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও কীভাবে প্রেমে পড়লেন তারা? শুধু তাই নয় শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই জুটি!
এই তথ্য উঠে আসতেই তার সাথে যোগাযোগ করা হয়েছিল একটি সংবাদমাধ্যমের তরফ থেকে। জিজ্ঞেস করা হয়েছিল যে জল্পনা চলছে তা সত্যি কিনা। উত্তরে মনামী হেসে বলেন, ‘হ্যাঁ, সত্যি তবে সেটি পর্দায়।’ আসলে আগামী সিনেমায় জুটি বাঁধতে চলেছেন তারা।
যদিও তাদের বয়সের ব্যবধান বিপুল। তবুও তাদের পর্দাতে স্বামী-স্ত্রী’র ভূমিকাতে দেখা যাবে। এই নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তাদের রসায়ন জমবে কিনা তার উত্তরে আত্মবিশ্বাসী মনামী বলেন তিনি এবং শুভাশিস ভীষণই জমিয়ে দেবেন।
https://www.facebook.com/share/p/ouaP2iVX7xMwmaEc/
‘ফণীবাবু যুগ যুগ জিও’ নামক এই সিনেমাটি মূলত কমেডি ঘরানার। যেখানে শুভাশিস এবং মনামী’কে ষাটের দশকের দম্পতি হিসেবে দেখানো হবে। যদিও তাদের ছেলেমেয়েদের দেখানো হবে একেবারে আধুনিকতা মোড়ানো। আপাতত মনামীর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। খুব শীঘ্রই শুরু হবে সিনেমার শ্যুটিং।
আরও পড়ুন,
*‘…আমি গর্বিত’, মহানায়ক সন্মান পেয়ে ইন্ডাস্ট্রির ভূত-বর্তমান নিয়ে অকপট শুভাশিষ