ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি তার কেরিয়ারে ভারতের হয়ে একাধিক দুর্দান্ত ম্যাচ খেলেছেন। তবে এবার ভারতের এশিয়া কাপে প্রত্যাবর্তনের আগে হার্দিকের নতুন লুক সামনে এসেছে। তার এই নতুন লুক দেখে চমকে গিয়েছেন সকলে। একেবারে অন্যরকম সাজে সকলের সামনে ধরা দিলেন হার্দিক পান্ডিয়া।
শুক্রবার তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাঁচটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তিনি সকলের সঙ্গে নিজের নতুন লুক শেয়ার করে নিয়েছেন। নতুন লুকে তার সাইড ফেড হেয়ার কাট রয়েছে। তবে এর পাশাপাশি তিনি চুলের রং করেছেন ধূসর। এর পাশাপাশি রয়েছে মুখে সুন্দর করে কাটা কালো দাড়ি যা তার লুকে এক নতুনত্ব নিয়ে এসেছে।
এই নতুন লুকে তার ঝকঝকে চেহারা যা সকলকে মুগ্ধ করেছে। তবে শুধু তাই নয়, তার পাশাপাশি কানের পিছন থেকে রয়েছে ট্যাটু আঁকা। এই নতুন লুক শেয়ার করে হার্দিক ক্যাপশনে লিখেছেন, “নতুন আমি।” অর্থাৎ যা ইঙ্গিত দেয় এবার তিনি কোনও নতুন দিশায় এগিয়ে যেতে চাইছেন।
হার্দিকের নতুন লুক ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। ইন্সটাগ্রামে ছবিগুলি পোস্ট করার পরই সকল ভক্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার লুকের প্রশংসা করার পাশাপাশি ভারতের আগামী এশিয়া কাপে হার্দিকের সফল কামব্যাকের জন্য সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১০ই সেপ্টেম্বর ইউএই, ১৪ই সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯শে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত।