টেসলার অটোপাইলট টিমের উদ্ভাবনীতে ভারতীয় বংশোদ্ভূত অশোক! প্রশংসায় ভরালেন টেসলার মালিক ইলন মাস্ক

Ashok Elluswamy: টেসলার অটোপাইলট টিমের উদ্ভাবনীতে ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার অশোক ইলুস্বামীর অবদানের জন্য প্রশংসায় ভরিয়া তুললেন টেসলার মালিক ইলন মাস্ক! সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডেলে গিয়ে তার করা একটি পোস্ট শেয়ার করে এই সম্পর্কে প্রশংসা করেছেন তিনি।

যেখানে এআই টিমের দুর্দান্ত কাজ এবং টিমকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন ইলন। ইল্লুস্বামী ‘এক্স’ হ্যান্ডেলের একটি পোস্টে বলেছেন ২০১৪ সালে কীভাবে অটোপাইলট শুরু হয়েছিল। যার ছোট্ট একটি কম্পিউটারের মাধ্যমে সূত্রপাত।

তার দলের অনেকেই বলেছিলেন যে এটা সম্ভব নয়। তবে কখনো তিনি হাল ছাড়েনি। শেষমেষ এই অসম্ভবকে সম্ভব করেছেন। ২০১৬ সালে অটোপাইলট ইন হাউসের জন্য প্রয়োজনীয় কম্পিউটার ভিশন শুরু করেছিলেন তারা। মাত্র ১১ মাসের মধ্যে তাদের লক্ষ্য অর্জন করেছিলেন।

অশোকের মতে সবটাই সম্ভব হয়েছে মাস্কের জন্য। কারণ, তিনি সবসময় শক্তিশালী এআই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের জন্য চাপ দেন। এই পোস্ট দেখার পর সেটি শেয়ার করে ইলন অশোকের ভূয়সী প্রশংসা করেছেন। সমর্থন জানিয়েছেন তার অবদানকে।

লিখেছেন, ‘ধন্যবাদ অশোক! অশোকই প্রথম ব্যক্তি যিনি টেসলা এআই/অটোপাইলট দলে যোগদান করেছিলেন এবং শেষ পর্যন্ত সমস্ত এআই/অটোপাইলট সফটওয়্যারের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এবং আমাদের দুর্দান্ত টিম ছাড়া, আমরা আজ কিছুই হতে পারতাম না। এটির অস্তিত্ব থাকতো না।’

গত ৯ই জুন এই পোস্টটি করার পর সেটি দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন মানুষ। কমেন্ট সেকশনে এসে অনেকেই বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন। একজন আবার এও লিখেছেন, ‘টেসলা অবশ্যই সফল হবে কারণ সেখানে অশোকের মতোন কর্মচারী রয়েছেন।’

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক