দীর্ঘদিন পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন বিরাট কোহলি , কী বার্তা দিলেন তিনি!

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, যাদের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় একসময় তারা দু’জনেই বেশ সক্রিয় থাকলেও বর্তমানে বিশেষ ছবি বা ভিডিও পোস্ট করেন না তারা। ব্যক্তিগত জীবনকে একেবারে আড়ালে রাখতেই ভালোবাসেন তারা। বর্তমানে এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে তাদের। যদিও প্রথম সন্তান হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথা জানালেও দ্বিতীয়বার কাকপক্ষীও টের পায়নি।

আরও পড়ুন,
জুবিন গর্গের মৃত্যুতে জালে আরও বড় ‘মাছ’? তদন্তকারী সংস্থার সাহায্যে প্রকাশ্যে এলো নাম?

জানা যাচ্ছে, ভারত ছেড়ে আপাতত লন্ডনে থাকতে শুরু করেছেন বিরাট ও অনুষ্কা। এর কারণ হিসেবে জানা গিয়েছে, তাদের ছেলেমেয়েকে তারা একটি সাধারণ পরিবেশে বড় করতে চান। যেখানে থাকবে না ক্যামেরার ফ্ল্যাশ লাইট কিংবা মানুষের অকারণ কৌতুহল। আর তাই আপাতত দেশের বাইরেই রয়েছেন তারা। এরই মাঝে এদিন বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

আরও পড়ুন,
Srabanti: পঞ্চমীর সাজে অপরূপা শ্রাবন্তী! ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি

দীর্ঘদিন পর তিনি তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাদের একেবারে নো মেকাপ লুকে দেখা গিয়েছে। ছবিতে বিরাট ও অনুষ্কা দু’জনের পরনে রয়েছে মোটা জ্যাকেট। বোঝা যাচ্ছে, কোনও শীতকালীন জায়গায় ছবিটি তোলা হয়েছে। ছবিটি পোস্ট করে বিরাট লিখেছেন, “Been a minute”। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।

দীর্ঘদিন বাদে প্রিয় জুটিকে দেখতে পেয়ে তাদের অনুরাগীরাও খুশি। যদিও বিরাট ও অনুষ্কা তাদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না বলেই জানিয়েছেন। বর্তমানে বড় পর্দা থেকে দূরেই রয়েছেন অনুষ্কা শর্মা। পরিবারের সঙ্গে প্রাণ ভরে সময় উপভোগ করছেন তিনি। এর পাশাপাশি বিরাট কোহলির আপাতত ইনিংস না থাকায় তিনিও রয়েছেন পরিবারের সঙ্গে।

আরও পড়ুন,
পুলিশের বেশে এবার ভুয়ো নথির জেরে শ্রীময়ীর পিছনে কাঞ্চনের ‘দে ছুট’! আসল সত্যিটা কী?

error: Content is protected !!