IPhone 16: পুজোর মরশুমে বাজারে আসছে আইফোন ১৬, জানুন ফিচার

পুজোর মাঝেই মোবাইল প্রেমীদের জন্য সুখবর। কারণ পুজোর মরশুমে বাজারে আসতে চলেছে আইফোন-এর নতুন মডেল। এবারের সিরিজে থাকছে ৪টি নতুন মডেল। এই সিরিজে যে চারটি নতুন মডেল বাজারে আসতে চলেছে সেগুলি হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। তবে প্রতিবারের যে মডেল তার থেকে এবারের মডেলে থাকছে কিছু বিশেষ পরিবর্তন।

প্রো মডেলে ডিসপ্লের আকার আরও বাড়ানো হয়েছে। নতুন মডেলে ডিসপ্লে রয়েছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি। ডিসপ্লের আকার বাড়লের ফোনের আকার আগের মতনই থাকবে। তার কারণ ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে। তবে যে মডেলগুলি প্রো নয় যেমন মডেল ১৬ ও মডেল ১৬ প্লাস সেগুলির আকার বা বেজেলে কোনো পরিবর্তন করা হয়নি। এই মডেল দু’টিতে রিফ্রেশ রেট থাকতে পারে ৬০ হার্টজ।

এর পাশাপাশি নতুন মডেলে ক্যামেরার লেন্সে পরিবর্তন আসতে চলেছে। নতন সিরিজে ক্যামেরায় সংস্থা তাদের পুরোনো আইফোনের সজ্জাকে ফিরিয়ে আনতে চলেছে। লেন্স দু’টি থাকবে লম্বালম্বিভাবে। একটি ৪৮ মেগাপিক্সেল ও অপরটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই সিরিজের মডেল ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স মডেল দু’টির ফোনে থাকছে তিনটি করে ক্যামেরা।

প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ও ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৫ এক্স অপটিক্যাল জুম লেন্স থাকবে। এর পাশাপাশি মোবাইলগুলিতে চার্জিং সাপোর্ট থাকছে ৪০ ওয়াট, ২০ ওয়াট ম্যাগসেফ চার্জিং থাকছে। এর পাশাপাশি প্রো মডেল ছাড়া বাকি মডেলে থাকছে ২৭ ওয়াট ও ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। নতুন সিরিজের প্রতিটি মডেলে নতুন প্রসেসর যোগ করা হয়েছে।

মডেল ১৬, ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ ও মডেল ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো প্রসেসর। এর পাশাপাশি চারটি মডেলে থাকছে অ্যাপেল ইন্টেলিজেন্সি। এর পাশাপাশি প্রতিটি মডেলে থাকছে একটি ক্যাপচার বোতাম।অনুমান করা হচ্ছে পুজোর আগে বাজারে আসতে পারে নতুন মডেলগুলি। তবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন,
*পেল্লাই সাইজের লাড্ডু, ওজন ৫০০ কিলো! বাপ্পাকে খুশি করতে কোথায় তৈরী হল এই লাড্ডু? জানুন