‘রক্তবীজ ২’এর ট্রেলার লঞ্চে এসে রোমান্টিক নাচ অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও। আগামী ২১শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’ সিনেমা। যেখানে টলিউডের একগুচ্ছ তারকাদের দেখা যাবে।
আজ অর্থাৎ মঙ্গলবার ছিল সিনেমার ট্রেলার লঞ্চ। সেখানে সমস্ত তারকাদের একসঙ্গে দেখা গিয়েছে। এরই মাঝে উঠে এসেছে কাঞ্চন মল্লিক ও তার স্ত্রীয়ের রোমান্টিক নাচের দৃশ্য। ভিডিওটিতে দেখা যায় ক্যামেরার ওপ্রান্ত থেকে কেউ এই সিনেমারই গান ‘আমার চোখের নীলে’ গাইছেন।
আরও পড়ুন,
উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস? কতদিন চলবে বর্ষা? কী জানাল হাওয়া অফিস?
আর তাতেই দু’জনকে একসঙ্গে নাচতে দেখা যায়। নাচের সময় তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতোন। নাচ শেষে কাঞ্চন বলেন, ‘আর কোনো ফুটেজ দেবো না।’ একইসাথে শ্রীময়ী বলেন, ‘অনেক কন্টেন্ট দিয়েছি। তবে সবসময় মনে রাখবে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না।’
আরও পড়ুন,
Yoga: ত্বকের জেল্লা ধরে রাখবে এই ৩ আসন, শরীরও সুস্থ থাকবে
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দু’জনের নানান দৃশ্য উঠে আসে। কখনো রোমান্টিক মুডে দেখা যায় আবার কখনো কোনো সিনেমা সংক্রান্ত মন্তব্য রাখতে। যা দেখে বেশিরভাগ মানুষই কটাক্ষ করে থাকেন। তবে সেসব বিষয় নিয়ে কখনোই মাথা ঘামান না শ্রীময়ী বা কাঞ্চন। বরাবর নিজেদের মতো বাঁচতে পছন্দ করেন তারা।
অন্যদিকে যদি আমরা ‘রক্তবীজ ২’ দেখি তাহলে সেখানে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, আবীর চ্যাটার্জী, কৌশানী মুখার্জী, অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জী, কাঞ্চন মল্লিক প্রমুখ। নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই সিনেমার গল্প লিখেছেন জিনিয়া রায়। সিনেমাটি মূলত ক্রাইম-থ্রিলার।