KBC: স্কুল জীবনের দুস্টুমি ভাগ করে নিলেন বিগ বি অমিতাভ বচ্চন

টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় অনুষ্ঠান হলো কউন বনেগা ক্রোড়পতি। এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যায় বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে। দীর্ঘদিন ধরে তাকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে সঞ্চালনার পদে। সম্প্রতি টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে এই অনুষ্ঠানে। ফের আরও একবার দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। এবার তিনি নিজের স্মৃতিতে ডুব দিলেন।

কউন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-তে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন শোভিকা শ্রী। তখন খেলা শুরুর আগে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে শুরু করেন অমিতাভ। এরপর শোভিকা বলেন, তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকেন এবং সেখানে মেডিক্যাল সার্ভিসে কাজ করছেন তিনি। অমিতাভ তার পেশার কথা শুনে তাকে বলেন, তার ছোটোবেলার কথা মনে পড়ে যায়।

অমিতাভ বলেন, “আমি যখন স্কুলে পড়ি তখন আমি হামেশাই আমার শরীর খারাপের মিথ্যে বাহানা করতাম। সবাইকে বিশ্বাস করাতাম যে আমি খুবই অসুস্থ, যাতে আমায় স্কুলে না যেতে হয়। আমি শুনেছিলাম বগলের নিচে পেঁয়াজ রাখলে জ্বর আসে। আর আমি ওটাই করতাম সবসময়।” অমিতাভের এই কথা শুনে অনেকেই হেসে ওঠেন। তিনি কখনোই স্কুলে যেতে চাইতেন না বলায় অনেকেই অবাক।

অমিতাভ বর্তমানে বলিউডে বেছে বেছে ছবি করছেন। তাকে শেষ দেখা গিয়েছে কল্কি ২৮৯৮-তে। এই ছবিতে বলিউডের প্রথম সারির অনেকেই অভিনয় করেছেন। দেখা গিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, প্রভাস সহ আরও অনেককে। তবে বর্তমানে তিনি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কউন বনেগা ক্রোড়পতি-তে সঞ্চালনার কাজ করছেন।

আরও পড়ুন,
*কালো শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি!

error: Content is protected !!