Kedarnath Temple: পূণ্যার্থীদের কথা মাথায় রেখে মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ালো বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে রাত বারোটা পর্যন্ত কেদারনাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। আমরা সকলেই জানি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হলো কেদারনাথ।
যেটিকে মূলত বারোটি শিব জ্যোতির্লিঙ্গের একটি হিসেবে ধরা হয়। তবে এই পূণ্যধামে সারা বছর কিন্তু যাওয়া যায় না। মাত্র ৬ মাস সাধারণের জন্য খোলা থাকে মন্দিরের দরজা। প্রতিবছর মে মাস নাগাদ মন্দিরের দরজা খোলে এবং কালীপুজোর পর সেটি বন্ধ হয়ে যায়।
ফলস্বরূপ উপচে পড়ে ভীড়। সেই বিষয়টি মাথায় রেখে এবার মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে জানানো হয়েছে গত ১০ই মে মন্দিরের দরজা খোলার পর থেকেই ভীড় উপড়ে পড়েছে। এমনকি এখনো রেজিস্ট্রেশনের আবেদন আসছে।
এই ভীড় সামাল দিতেই মন্দির খোলা এবং ভক্তদের পুজো দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে মূলত সকাল সাড়ে ছ’টা থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে প্রবেশের অনুমতি ছিলো।
নতুন সময়সূচী:
প্রথম দফায় ভোর সাড়ে চারটে থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত প্রবেশ করতে পারবেন ভক্তরা। এরপর ভোগ দেওয়ার জন্য আধঘন্টা প্রবেশ বন্ধ থাকবে। বিকেল চারটে থেকে ফের সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শন করা যাবে। সন্ধ্যা-আরতির জন্য কিছুক্ষণ বন্ধ থাকবে দরজা।
এরপর রাত বারোটা পর্যন্ত পুজো দিতে পারবেন ভক্তরা। রাত বারোটায় শৃঙ্গার দর্শন করতে পারবেন তারা। অন্যদিকে জানানো হয়েছে অতিরিক্ত ভীড় সামাল দিতে এক ঘন্টায় দুই হাজারের বেশি পূণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করানো হবে। অর্থাৎ দিনে সেখানে প্রবেশ করবেন ৩৬ হাজারেরও বেশি মানুষ।