হলুদ শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন কৃতি স্যানন! মুগ্ধ নেটিজেনরা

kmc 20240909 134440 soYJQJhA6C tQBSGscl73

এবার হলুদ শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী কৃতি স্যানন! তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন নিজের নানান সাজের ছবি ও বিভিন্ন ভিডিও তুলে ধরেন। সম্প্রতি সেরকমই একটি ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন কৃতি।

যেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়ি ও হলুদ ব্লাউজ পরে রয়েছেন তিনি। খোলা চুল, মানানসই মেকআপ তাকে ভীষণই লাস্যময়ী করে তুলেছিল। তাইতো সেটি দেখার পর বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। অনেকে আবার এও বলেছেন শাড়িতেই তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে দেখতে।

উল্লেখযোগ্য, শুধু এই ছবিই নয় মাঝেমধ্যেই এরকম নানান ছবি পোস্ট করেন তিনি। অন্যদিকে কয়েকদিন আগে তিনি আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায় তিনি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লীগের জন্য পারফরম্যান্স করছেন। শেষে বলেন এই নাচের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

এখানেই শেষ নয় তাকে খুব শীঘ্রই ‘আইফা’তেও পারফর্ম করতে দেখা যাবে। হয়তো অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করেন এই অভিনেত্রী। যার ঝলক আমরা মাঝেমধ্যেই দেখতে পাই বিভিন্ন রিয়্যালিটি শো’তে। এছাড়াও অন্যান্য স্টেজ পারফরম্যান্স করতে দেখা যায় তাকে।

উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্রু’ সিনেমা যেখানে তার অভিনয় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘হাউসফুল ৫’, ‘অ্যান ইম্পসিবল লাভ স্টোরি’র মতোন সিনেমায়।

আরও পড়ুন,
*যৌবন বন্দি রাখতে রোজ খান ১ গ্লাস জুস! এই ৩টি ফলের রসে রয়েছে চিরসবুজ থাকার চাবিকাঠি