৫ রাশির ওপর লক্ষী-নারায়ণযোগ Sangbad Bhavan
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তৈরি হবে শুভযোগ। একদিকে যেমন সূর্য এবং বৃহস্পতির যুতি হবে। অন্যদিকে যুতি হবে বুধ এবং শুক্রর। যার ফলে তৈরি হবে লক্ষী-নারায়ণযোগ। আর এই যোগের প্রভাব পড়বে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে। ফলে তাদের জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচ রাশির ওপর এই যোগ শুরু হতে চলেছে।
সিংহ রাশি (Leo)
এই রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় আসবে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে।
বৃষ রাশি (Taurus)
দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূর্ণ হতে চলেছে। আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ করবেন। এছাড়া বিশেষ সম্পদ লাভ করার সুযোগ তৈরি হবে। কেরিয়ারে সাফল্য যোগ আসতে চলেছে।
মিথুন রাশি (Gemini)
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে উন্নতি আসবে। সমাজে নাম তৈরি হবে। ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবেন।
মকর রাশি (Capricorn)
পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা অনেক বেশি সফল হবেন। পরীক্ষার্থীদের জন্য ভালো সময় আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
কর্মক্ষেত্রে বিপুল সাফল্য লাভ করবেন। আগের চেয়ে আয় বৃদ্ধি পাবে। সমস্ত বাধা কেটে গিয়ে আর্থিক উন্নতি লাভ করবেন।
বর্তমানে মেষ রাশিতে অস্ত এবং বক্রি অবস্থায় রয়েছে বুধ। ৯ই এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে বুধ। ওই একইদিনে নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। এর ফলে শুভ যোগ তৈরি হবে কন্যা, মিথুন, ধনু ও বৃষ রাশির জাতক-জাতিকাদের। অন্যদিকে চলতি মাসেই নিজের অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি। ১৬ই এপ্রিল সেটি কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। ফলে সুখ-সমৃদ্ধি আসবে মেষ, মিথুন ও ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে।
আরও পড়ুন,
*এসি কেনার মক্ষম সময়! ৫০ শতাংশ ছাড়, ৮০ মাসের ওয়ারেন্টি এই এসি-তে
*নববর্ষের আগেই সুফল পাবে ৪ রাশি, আসবে টাকা! বুধ-রাহু যুতিতে এই এপ্রিল লাকি কারা?