Srabanti Chatterjee: যেন দুই বোন! হবু বউমার জন্মদিনে চুমু শ্রাবন্তীর

Srabanti Chatterjee: ছেলে অভিমন্যুর হবু বউ দামিনীর জন্মদিনে হাজির শ্রাবন্তী। গালে আদুরে চুমু, একসঙ্গে ছবি — নেটপাড়ায় ভাইরাল মা-ছেলের প্রেমজ জীবনের ঝলক।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আবারও ভাইরাল তিনি— তবে কোনও বিতর্কে নয়, হবু বউমা দামিনীর জন্মদিনের আদুরে মুহূর্তে।

২৬ অক্টোবর ছিল অভিমন্যুর প্রেমিকা, মডেল দামিনী ঘোষের জন্মদিন। দিনটা উদযাপিত হয় একেবারে পারিবারিক আবহে— প্রেমিক অভিমন্যু ও হবু শাশুড়ি শ্রাবন্তীকে পাশে পেয়েই জন্মদিনের কেক কাটলেন দামিনী।

সাদা-সবুজ টি-শার্ট ও জিনসে হাজির শ্রাবন্তী। হবু বউমার গালে আদুরে চুমু খেতে দেখা যায় তাঁকে। মুহূর্তেই ভাইরাল হয় ছবিগুলি। দামিনীর পোলকা ডট ড্রেস আর অভিমন্যুর ডেনিম শার্টে ধরা পড়েছে তারুণ্যের উচ্ছ্বাস।

অভিমন্যু এখন ২৩ বছরের তরুণ, আর শ্রাবন্তীর বয়স ৩৭। মা-ছেলের বয়সের ফারাক মাত্র ১৭ বছর। দামিনী আবার অভিমন্যুর চেয়ে প্রায় ৭ বছরের বড়। ফলে শ্রাবন্তী ও দামিনীর বয়সের পার্থক্য মাত্র ১০ বছর!

নিজেই এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, “দামিনী আমার থেকে ১০ বছরের ছোট। ও আমার বোনের মতো, আমাদের সম্পর্ক খুবই সুন্দর।”

২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই দাম্পত্য ভাঙলেও পেয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ উপহার— ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক।
শ্রাবন্তীর ছেলে এখন টলিউডে ক্যামেরার পিছনে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

বিনোদন
বেলুন দিয়ে সাজানো ঘর, মধুমিতার জন্মদিনে প্রেমিক দেবমাল্য আয়োজন করলেন বিশেষ দিনটির, দেখুন ছবি

#SrabantiChatterjee #AbhimanyuChattopadhyay #DaminiGhosh #Tollywood #BengaliCinema #ViralNews #CelebrityBirthday #EntertainmentNews #Srabanti #TollywoodGossip

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক