আগে যে কাজ কখনো করেননি এবার তাই করে ফেললেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। সেই মুহূর্তগুলিরই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন দেবমাল্য। বর্তমানে তাদের সম্পর্কে আর কোন রাখঢাক নেই প্রকাশ্যেই তুলে ধরেন আদুরে মূহুর্তগুলিকে।
বর্তমানে একসঙ্গেই থাকেন তারা। তাইতো সময় পেলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক। কখনো দূরে কোথাও ঘুরতে যান আবার কখনো শহরেরই বিভিন্ন প্রান্তে সময় কাটাতে চলে যান এই দু’জনে। সেরকমই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তারা। আর সেখানে গিয়ে দুর্দান্ত সময় উপভোগ করেছেন।
খাদ্য, পানীয় থেকে শুরু করে আরো বেশ কিছু জিনিস উপভোগ করেছেন সেখানে গিয়ে। সেই ছবি পোস্ট করেছেন দেবমাল্য। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘যা আমরা সাধারণত করি সেগুলো নয়।’ সেখানে কমেন্টে মধুমিতা লিখেছেন, ‘তাহলে আমরা কী করি সোনা?’ উত্তর দেবমাল্য বলেন, ‘তোকে বলবো না।’
আর তাদের এই খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা। আসলে কর্মব্যস্ততার মধ্যে এই দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলোই জীবনে আনন্দ নিয়ে আসে। এছাড়াও তাদের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। উল্লেখযোগ্য, প্রথম বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন মধুমিতা।
দ্বিতীয়বার তার জীবনে বসন্ত নিয়ে আসেন দেবমাল্য। তিনি অভিনয় জগতের সাথে যুক্ত নন, তিনি যুক্ত রয়েছেন কর্পোরেট দুনিয়ায়। এছাড়াও ভালো ক্রিকেট খেলেন তিনি। অন্যদিকে মধুমিতা টলিউডের পাশাপাশি এবার ফিরে এসেছেন টেলিভিশনের পর্দায়। খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা।’ সেখানে তার বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে।

