বিয়েতে বিস্বাদের ছায়া, বন্ধুর হাতে উপহার তুলে দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

আনন্দের অনুষ্ঠান মুহূর্তেই বদলে গেলো বিস্বাদে। বন্ধুর বিয়েতে নিমন্ত্রিত হিসেবে এসে আরেক বন্ধুর আকস্মিক মৃত্যুতে হতবাক সকলে। বন্ধুর বিয়েতে আনন্দ করার জন্য ৩০০ কিলোমিটারের পথ পাড়ি দিয়েছিলেন তিনি। বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশের কুরনুলে পৌঁছে গিয়েছিলেন তিনি। হাতে করে বন্ধুর জন্য নিয়ে গিয়েছিলেন উপহার। সেই উপহার বন্ধুর হাতে তুলে দেওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক।

জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম ভামসি। তিনি আমাজনের কর্মচারী ছিলেন। বেঙ্গালুরুর আমাজনের দপ্তরে থাকার সঙ্গে সঙ্গে তিনি কাজ করতেন। এরপর তিনি তার বন্ধুর কাছ থেকে বিয়ের নিমন্ত্রন পান। আর সেই নিমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশের কুরনুলে পৌঁছে যান তিনি।

সেইসঙ্গে উপহার নিয়ে যান। কিন্তু এরপরই সবকিছু ওলটপালট হয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বর ও কনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। তাদের ঘিরে রয়েছে আমন্ত্রিতেরা। এরপর মঞ্চে উঠে বরের হাতে উপহার তুলে দেন ওই যুবক।

এরপর বন্ধুর উপহার খুলে দেখতেউদ্যত হন যুবক। সেইসময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন যুবক। সকলের অলক্ষ্যে তিনি মঞ্চের উপরে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর তড়িঘড়ি ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্টের পর ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে। কী কারণের জন্য এমন দুর্ঘটনা ঘটল তা জানা যাবে তারপরই।

error: Content is protected !!