যতই দিন যাচ্ছে ততই নাকি সাদা তার অন্তরের রং হয়ে উঠেছে! এমনটা জানালেন অভিনেত্রী মনামী ঘোষ। টলিউডের এই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। চল্লিশের কোঠায় পৌঁছেও তার সৌন্দর্য্য হার মানাতে পারে কমবয়সী যুবতীদের।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। একদিকে যেমন ইনস্টাগ্রামে তার ফটোশ্যুটের দৃশ্য-সহ অন্যান্য ছবি ভাগ করে নেন, অন্যদিকে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে কোথাও ঘুরতে গেলেই সেখানকার মুহূর্তগুলোকে ভাগ করে নেন সকলের সাথে।
সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। তারই কয়েক ঝলক পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে সাদা রঙের জামদানি শাড়িতে সেজে উঠেছেন তিনি। সরু লাল পাড় এই সাদা শাড়িটি পরে অসাধারণ সুন্দরী লাগছিল তাকে দেখতে।
সাথে জাঙ্ক জুয়েলারি, লাল টিপ এবং মানানসই মেকআপ আলাদা মাত্রা যোগ করেছিল তার সৌন্দর্য্যে। আত্মবিশ্বাসী চাহনিতে তিনি তাকিয়েছিলেন ক্যামেরার দিকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘দিনের পর দিন সাদা আমার অন্তরের রং হয়ে উঠছে।’ আসলে এর আগেও অনেকবার সাদা পোশাকে দেখা গিয়েছে তাকে।
যার দ্বারা এটাই স্পষ্ট যে সাদা রং ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। অন্যদিকে তার ক্যাপশন থেকে জানা গিয়েছে এই ছবিটি তিনি তুলেছেন ‘বর্তমান’এর ‘সুখী গৃহকোণ’ ম্যাগাজিনের জন্য, যেটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন,
*গভীর অরণ্যে একা একা কি করছেন বলিউডের বেগম সাহেবা?