Mimi: বাডির পুজোয় মধ্যমণি মিমি! অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

Mimi: বাড়ির পুজোয় মেতে উঠলে অভিনেত্রী মিমি চক্রবর্তী! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। সাথে সকলকে খুব সুন্দর ভাবে পুজো কাটানোর কথা জানালেন। দুর্গাপুজো মানেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব! প্রত্যেকে এই সময়ের অপেক্ষায় থাকেন সারাটা বছর, ব্যতিক্রমী নন মিমিও।

তার ওপর আবার তাদের বাড়ির নিজস্ব পুজো। ফলস্বরূপ আলাদা রকম ভালোবাসা রয়েছে দুর্গাপুজো ঘিরে। বেশ কিছুদিন ধরে ‘রক্তবীজ ২’ সিনেমার প্রচার নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি। একাধিক অনুষ্ঠান, পার্টি, প্রিমিয়ার সবমিলিয়ে প্রচুর ব্যস্ততায় দিন কেটেছে। তবে এবার কাজ সামলে মেতে উঠলেন বাড়ির পুজোয়।

এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় লাল রংয়ের একটি সুন্দর পোশাক পরে মাতৃবন্দনায় মেতে উঠেছেন। কখনো পরিবারের সদস্যদের সাথে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাদের বাড়ির পুজো। মা চলে এসেছে আমাদের বাড়িও তোমার কাছে। খুব ভালো থেকো, ভালো করে পুজো কাটাও।’

এই পোস্ট দেখার পর তাকেও দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, মিমিবেশিরভাগ সময় তার পরিবারের সাথে কাটাতেই পছন্দ করেন। বাগানঘেরা বাড়িতে প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দেন তিনি।

কখনো গাছের ফল পেড়ে খান আবার কখনো পুকুরে খেলা করা হাঁসের সাথে মেতে ওঠেন। চারিদিকের এতো কর্মব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলেননি তিনি। যা তাকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদিকে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই সেটি বেশ পছন্দ করছেন দর্শকেরা।

error: Content is protected !!