রাশা থাডানিকে অনেকেই চেনেন। বলিউডে পাকাপোক্ত জায়গা করার আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপদ হয়ে উঠেছেন। তিনি হলেন রবিনা ট্যান্ডনের মেয়ে। বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রীর মেয়ে হয়ে তিনি জনপ্রিয় হবেন সেটিই স্বাভাবিক। সম্প্রতি মা ও মেয়ে সিঙ্গাপুরে টেইলর সুইফ্টের কনসার্টে হাজির হয়েছিলেন। কনসার্ট জমিয়ে উপভোগ করার পর সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি পোস্ট করেন।
লাইভ কনসার্ট যে জমিয়ে উপভোগ করেছেন তারা তা স্পষ্ট। এর পাশাপাশি ভিডিওতে রাশাকে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছে। মা’কে দেখা গিয়েছে গানের তালে তালে গলা মেলাতে। এই ছবি ও ভিডিও পোস্ট করে রবিনা লিখেছেন, “শুধু মে মায়ের কাণ্ড।” আর ছবি ও ভিডিওর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন mygirls এবং bffs-এর মতন হ্যাশট্যাগ।
রবিনার কন্যা রাশা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। প্রচুর অনুরাগী রয়েছে তার সোশ্যাল মিডিয়ায়। এর পাশাপাশি মাঝেমধ্যে মডেল বেশে ছবিও পোস্ট করেন তিনি। আর তা মানুষের পছন্দ হলে ভাইরাল হয়ে যায় নিমেষেই। আর তাই সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
শোনা যাচ্ছে, রাশা এবার বলিউডে নাম লেখাতে চলেছেন। অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে পা দেবেন রাশা থাডানি। এর সঙ্গে পর্দায় রাশার সঙ্গে দেখা যাবে আমান দেবগণকে। আমান হলেন অজয় দেবগণের ভাইপো। অভিষেক কাপুরের একটি ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
রবিনা মেয়ের অভিনয় নিয়ে বলেন, “রাশা পড়াশোনা করছে। অভিনয়টা ওর প্যাশন, ভালোবাসা। অভিনয় জগতে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা জানি না।”
আরও পড়ুন,
*সামনে পয়লা বৈশাখ, ঘর পরিষ্কারের সহজ ৭ টিপস
*পয়লা বৈশাখে মাছে-ভাতে বাঙালি, শিখেননিন জিভে জল আনা রকমারি রেসিপি