দীর্ঘ অপেক্ষার অবসান! ১১ বছর পর বিশ্বজয়ী ভারত। সেই ২০১৩ সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তারপর ২০২৪ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো তারা। তাদের বিশ্বজয়ের পর আনন্দের বন্যা গোটা দেশে। ক্রিকেটারদের পাশাপাশি ফাইনালের রাতে কেঁদেছেন ভক্তরা।
অথচ ভারত জয়ের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এই জয়ের অন্যতম কান্ডারী হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা। কোনো পোস্ট বা স্টোরি দেখা যায়নি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে জয়ের পর কাকে ভিডিও কল করছিলেন হার্দিক?
এই বিষয়ে নানান মতামত জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘নাতাশা হতে পারে।’ আবার কেউ লিখেছেন, ‘তার মা বা ভাই ক্রুণাল পান্ডিয়াকে ফোন করেছিলেন হার্দিক।’ একজন আবার লিখেছেন, ‘প্রত্যেক ম্যাচের পর হার্দিক তার ভাইকেই কল করেন।’
যদিও তিনি কাকে ফোন করছিলেন এখনো সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সে যেই হোন না কেন নাতাশা যে নন তা স্পষ্ট বুঝতে পেরেছেন সকলে। কারণ, বেশ কিছু সময় ধরে নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের জল্পনা চলছে। ইতিমধ্যেই নাতাশা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ‘পান্ডিয়া’ মুছে ফেলেছেন।
এমনকি সেখানে তাদের বিয়েরও কোন ছবি নেই। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। অন্যদিকে আইপিএলে হার্দিকের ফর্ম নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। ‘মুম্বাই ইন্ডিয়ান্স’ দলের অধিনায়ক পদ লাভ করার পর তাকে নিয়ে কম ট্রোলিং হয়নি। তবে তিনি সবকিছুর জবাব দিলেন এই বিশ্বজয়ের মাধ্যমে।