ডাক নাম দেন বিরাট কোহলি, ভারতীয় দলে অভিষেকের অজানা কাহিনি ৩৪ তম জন্মদিনে জানালেন শামি

kmc 20240905 152909 mGFEUZUJ1n

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হলেন মহম্মদ শামি। ভারতের হয়ে তিনি ফরম্যাটেই খেলছেন। জাতীয় দলে খেলার সময় একাধিক রেকর্ড গড়েছেন তিনি। আর এরপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ভারতীয় দলে খেলার সময় তার কোনো ডাক নাম ছিল না। কিন্তু শামিকে সেই ডাক নাম দেন বিরাট কোহলি, এমনটাই জানালেন শামি।

গত মঙ্গলবার ছিল শামি ৩৪তম জন্মদিন। এদিন জন্মদিন উপলক্ষে এক অজানা কথা সকলের সামনে আনলেন মহম্মদ শামি। ডাক নাম নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “সকলেই জানে যে দলে আমার ডাকনাম লালা। এই নামটা বিরাট দিয়েছিল। প্রথমে আমার কোনও নাম ছিল না। কিন্তু বাকি সকলের ছিল। তাই বিরাট আমাকে ওই নামে ডাকতে শুরু করে।”

এরপর তাকে জিগ্যেস করা হয় তিনি কার বিরুদ্ধে বল করতে পছন্দ করেন? এর উত্তরে শামি জানান, “অনেকের বোলিং দেখে আমি শিখেছি। তবে ওয়াকার ইউনিস ও ডেস স্টেনকে সবচেয়ে বেশি ভাল লাগে। জো রুটের বিরুদ্ধে আমি বল করতে সবচেয়ে বেশি ভালবাসি। কারণ ও খুবই ভাল এক জন ব্যাটার।”

শামি একটি স্মরনীয় দিনের কথা তুলে ধরেন যেদিন তাকে এক দিনের ভারতীয় দলে খেলতে নেওয়া হয়। শামির কথায়, “আমাদের একটা নিয়ম ছিল। প্রথম ম্যাচের আগে একটা টুল বা চেয়ারের উপর দাঁড়িয়ে কথা বলতে হয়। আমি উঠে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছিলাম। একসঙ্গে এত বড় বড়় ক্রিকেটারের মুখ দেখতে পাচ্ছিলাম। কী বলব বুঝতে পারিনি। সেই দিনটার কথা আমি কোনও দিন ভুলব না।”

আরও পড়ুন,
*Devara 1: ‘অপ্রতিরোধ্য নাচের মেলা’, জাহ্নবী এবং জুনিয়র এনটিআর অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে পোজ