সাদা রংয়ের শর্ট ড্রেস পরে নৃত্য প্রদর্শন নোরা ফাতেহির

নতুন স্টেজ শো’য়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। যা দেখার পর দর্শকদের উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়। সকলেই অপেক্ষা করে রয়েছেন এই শো’য়ের সম্পূর্ণ অংশ দেখার জন্য। মনে করা হচ্ছে খুব সম্ভবত সেটি অস্ট্রেলিয়ায় হতে চলেছে।

কারণ, গতকালই অস্ট্রেলিয়ায় তার শো’য়ের খবর পোস্ট করেছিলেন তিনি। একগুচ্ছ ছবি পোস্ট করে জানিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ায় তার ভক্তদের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। পাশাপাশি এও জানান সেখানকার শো দুর্দান্ত হতে চলেছে।

এদিন তিনি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে সাদা রংয়ের একটি শর্ট ড্রেস পরে তারই প্রথম আন্তর্জাতিক গান ‘নোরা’তে নাচ প্রদর্শন করছেন। যেখানে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি যে এই পারফরম্যান্স ভীষণভাবে উপভোগ করেছেন তা বোঝা গিয়েছে তার এক্সপ্রেশন দেখেই।

সাথে ভক্তদের উল্লাস আরো বেশি আকর্ষণীয় করে তুলেছিল। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘খুব শীঘ্রই’। অন্যদিকে এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, ”অস্ট্রেলিয়ার কাছে আমার হৃদয় আছে। আমি আর অপেক্ষা করতে পারছি না অস্ট্রেলিয়ার ভক্তদের সাথে দেখা করার জন্য। এই সময় একটি দুর্দান্ত শো’য়ের।”

উল্লেখযোগ্য, নোরা মূলত তার নাচের জন্যই জনপ্রিয়তা লাভ করেছেন। ভারতের পাশাপাশি বিদেশেও তার ভক্তদের সংখ্যা চোখে পড়ার মতো। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘দিলবর’, ‘সাকি সাকি’, ‘নোরা’ ইত্যাদি। এছাড়া সিনেমাতেও কাজ করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন,
*দেখতে হুবহু অমিতাভ বচ্চনের মতোই, মার্সিডিজ গাড়ি থেকে ২ অনুরাগীর সাথে হাত মেলাচ্ছে