ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে ফেলেছে সে। যার মাধ্যমে লাভ করেছে তুমুল জনপ্রিয়তা। যতজন শিশু শিল্পী বর্তমানে টেলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো অনুমেঘা কাহালী। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করে ফেলেছে সে।
এইটুকু বয়সে তার দুর্দান্ত অভিনয় দক্ষতা মুগ্ধ করে সকলকে। তবে শুধুমাত্র তার অভিনয়ে দক্ষতা নেই পাশাপাশি আরো কিছু দক্ষতার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বর্তমানে ‘অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল’এ তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে অনুমেঘা।
পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও করছে পুরোদমে। কিছুদিন আগেই সে ‘দিদি নাম্বার ওয়ান’ শো’তে এসেছিল মায়ের সাথে। সেখানে তার বিভিন্ন কান্ডকারখানা সম্পর্কে মুখ খুলতে দেখা যায় তার মা ঋতুপর্ণা কাহালীকে। পাশাপাশি তার এক প্রতিভার কথাও জানিয়েছেন তিনি।
সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতেছে অনুমেঘা। দ্বিতীয় শ্রেণিতে এই সার্টিফিকেট পেয়েছে সে। যদিও শ্যুটিংয়ের চাপের কারণে বেশ কিছুদিন স্কুলে যেতে পারেনি। তাইতো এতোদিন পর সেই সার্টিফিকেট হাতে পেয়েছে। ইন্টারন্যাশনাল র্যাংক তার ৮৮, রিজিওনাল ৭৪ এবং জোনাল র্যাংক ৫২।
বর্তমানে সে তার স্কুলে চতুর্থ স্থানে রয়েছে। পড়াশোনা, অভিনয়ের পাশাপাশি নাচেও আগ্রহ রয়েছে তার। যদি আমরা তার অভিনয় জীবন দেখি তাহলে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু হয়। এরপর ‘মিঠাই’ ধারাবাহিক এবং ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর সাথে কাজ।