বার্ধক্য ভাতা তুলতে ২ কিমি হামাগুড়ি! বৃদ্ধার কাহিনী জানলে আপনার চোখ থেকে জল ঝড়বে

গত শনিবার ওড়িশার কেওনঝাড়ের তেলকই ব্লকের একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। দেখা গেছে এক বৃদ্ধা ২ কিলোমিটার হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে বাধ্যক্য ভাতা তুলতে আসেন। বয়স্ক মহিলাটির নাম পাথুরি দেহুরি এবং তার বয়স কম করে হলেও ৮০ বছর তো হবেই।

এই বয়স্ক ভদ্রমহিলা পায়ের সমস্যার জন্য হাঁটতে পারেন না ,কিন্তু তার বার্ধক্য ভাতার টাকাটা সত্যিই খুব প্রয়োজন ছিল, সে কারণেই তিনি এতটা কষ্ট করে টাকা তুলতে গেছিলেন।

সরকারিভাবে নির্দেশ রয়েছে যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা হাঁটাচলা করতে পারেন না তাদের বাড়িতেই বার্ধক্য ভাতা পৌঁছে দিতে হবে তবুও এই বৃদ্ধাকে এতটা কষ্ট করে পঞ্চায়েতে আসতে হল। আসলে তিনি বার্ধক্যভাতার টাকা দিয়েই তার খাওয়া পড়া হয়। সে কারণেই একপ্রকার বাধ্য হয়ে তিনি পঞ্চায়েতে এলেন।

পাথুরি দেহুরির এরূপ অবস্থা দেখে পঞ্চায়েত প্রধান বলেন যে, পরবর্তী মাস থেকে তার বাড়িতেই বার্ধক্য ভাতার টাকা ও রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

অন্যদিকে বিডিও গীতা মুর্মু বলেছেন, যারা আসতে পারবেন না তাদের টাকা বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।

error: Content is protected !!