বড় পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘পদাতিক’। ছবিটি মৃণাল সেনের জীবনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বাঙালি দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে তাই উন্মাদনার শেষ নেই। সিনেমা জগতে মৃণাল সেন একজন কিংবদন্তীর নাম। তাকে কেন্দ্র করে সিনেমা আসতে চলেছে আর তাতে বাঙালি অনুরাগীরা অপেক্ষা করে থাকবেই।
এবার সেই অপেক্ষাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলো এই ছবির নতুন গানন। সম্প্রতি ছবিটির একটি গান প্রকাশ্যে এসেছে। সেটি হলো ‘তু জিন্দা হ্যায়’। সৃজিত মুখার্জি পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবির প্রথম গান মুক্তি পেলো। গানটিতে রয়েছে ভরপুর দেশাত্মবোধের ছোঁয়া ও লড়াইয়ের গল্প। গানে গলা দিয়েছেন গায়ক সোনু নিগম ও অরিজিৎ সিং।
এই প্রথমবার সোনু নিগম ও অরিজিৎ সিং একসঙ্গে গানে গলা দিলেন। গানটি লিখেছেন শৈলেন্দ্র। গানের সুর দিয়েছেন সলিল চৌধুরী এবং গানটির মিউজিক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে। গানের ভিডিওতে ধরা পড়েছে অশান্ত উত্তাল বাংলার ছবি। এর পাশাপাশি মৃণাল সেনের কাজের একাধিক দৃশ্য উঠে এসেছে পর্দায়।
‘তু জিন্দা হ্যায়’ গানটির অন্তিম ট্র্যাক প্রযোজনা করেছেন শমীক চক্রবর্তী। গানটিতে অরিজিৎ সিং-এর অংশটুকু রেকর্ড করেছেন সুকান্ত সিং ও মুম্বাইয়ের স্টুডিওতে সোনু নিগমের অংশটুকু রেকর্ড করা হয়েছে। গানের মিক্সিং ও মাস্টারিংএর বিষয়টি দেখভাল করছেন শিলাদিত্য সরকার।
‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী-এর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। এর পাশাপাশি ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করবেন জিতু কমল। সব মিলিয়ে ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে।