গণেশ চতুর্থীতে মেতে উঠলেন জনপ্রিয় সংগীত শিল্পী পলক মুছল

kmc 20240908 080557 tRK56G3U2l

জন্মাষ্টমীর পর এবার গণেশ চতুর্থীতে মেতে উঠলেন জনপ্রিয় সংগীত শিল্পী পলক মুছল! আমরা সকলেই জানি এই শিল্পী নিজের সংস্কৃতি বেশ ভালোভাবেই ধরে রেখেছেন। তাইতো প্রত্যেক পুজোতেই অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। এই তো কিছুদিন আগেই জন্মাষ্টমীতে গোপালের আরাধনা করার ছবি পোস্ট করেছিলেন তিনি।

আর এবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে ফের গণপতির আরাধনা করতে দেখা গেল তাকে। গোটা দেশজুড়েই গণেশ চতুর্থী মহা আড়ম্বরের সাথে পালিত হয়। বিশেষ করে মুম্বাইতে গণেশ পুজোর আবহ অনেকটাই বেশি থাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকের বাড়িতে গণপতি পুজো করা হয়।

চতুর্থীর দিন গণপতির আগমন ঘটে এরপর কয়েকদিন পুজো করার পর বিসর্জন হয় তার। এরপর দীর্ঘ এক বছরের অপেক্ষা। এদিন এই শিল্পী দুটি ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় গণেশের সামনে হাতজোড় করে বসে রয়েছেন তিনি।

আবার কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। সাদা সালোয়ার এবং নীল ওড়নায় অসাধারণ লাগছিল তাকে দেখতে। আসলে সবসময় সাধারণভাবে থাকতেই পছন্দ করেন এই শিল্পী। তাইতো কখনো তাকে খুব বেশি আড়ম্বরের সাথে দেখা যায় না।

ছবিগুলো পোস্ট করার সাথে গণেশ পুজোর মন্ত্র যোগ করেছেন ক্যাপশনে। এই ছবি দেখার পর সকলেই তাকে গণেশ চতুর্থী শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখযোগ্য, কয়েক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক মিথুনের সাথে। বর্তমানে দু’জন মিলে সুখে সংসার করছেন।

আরও পড়ুন,
*মায়ের কাঁধে বসা পুচকে মেয়েটি এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, চিনতে পারলেন?