একদিকে তার গানের জাদুতে তিনি ভুলিয়ে রাখেন সকলকে। তবে এর পাশাপাশি তার সৌন্দর্য্যও কিন্তু হার মানাতে পারে যে কোনো নামকরা অভিনেত্রীদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সম্পর্কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মনকেমন করা ছবি পোস্ট করেছেন তিনি।
এই বঙ্গতনয়া বর্তমানে রাজত্ব করছেন গোটা ভারতবর্ষ তথা বিশ্বজুড়েই। তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। খুব কম বয়সেই সংগীতজগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, ‘নিরন্তর’ কাজ করে চলেছেন।
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যার মাধ্যমে যথাযথ করে তুলেছেন ‘শাড়িতেই নারী’ প্রবাদটিকে। আসলে নারীরা যে কোনো পোশাক পরুক না কেন শাড়িতেই তাদের অপরূপ সুন্দরী লাগে দেখতে। সেরকমই একটি জমকালো শাড়িতে দেখা গিয়েছে শ্রেয়াকে।
কখনো তিনি আপন মনে হারিয়ে গিয়েছেন আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। আসলে এই সাজে তাকে দেখা যাবে ‘কউন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে। তার আগেই ফটোশ্যুটে মেতে উঠেছিলেন শ্রেয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কালোতে নিরন্তর।’
যা দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন তাকে স্বর্গের অপ্সরার সাথে তুলনা করেছেন। আবার কেউ কেউ বলেছেন তার ছবি থেকে চোখ ফেরানো দায়। বিশেষ করে তার সরলতা এবং কোমল হাসি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। উল্লেখযোগ্য, তার সাথে ‘কউন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হবেন সোনু নিগমও।
আরও পড়ুন,
*প্যারাসুটে চেপে উপর থেকে পিরামিড দর্শন সোনাক্ষী-জাহিরের, রইলো ভিডিও