Raghu Dakat-Dev: মহাষষ্ঠীর সকালে দেখা মিললো ‘রঘু ডাকাত’এর! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন পুজোর সময় আবাত ডাকাত এলো কোত্থকে? আসলে তিনি পর্দার রঘু ডাকাত দেব। সদ্য মুক্তি পেয়েছে তার বহুপ্রতীক্ষিত সিনেমা। ইতিমধ্যে সেটি জয় করেছে দর্শকদের হৃদয়। এবার সেই সাজেই দেখা গেল তাকে।
ষষ্ঠীর দিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যায় রঘু ডাকাতের সাজে রয়েছেন তিনি। কখনো গাড়ির মধ্যে বসে সেলফি নিয়েছেন, আবার কখনো বাবা-মার সাথে দাঁড়িয়ে রয়েছেন। যদিও বোঝা যাচ্ছে না এগুলো শ্যুটিংয়ের সময়কার ছবি নাকি এই বেশেই তিনি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন।
প্রথম কমেন্টে,
জুবিন গর্গের মৃত্যুতে জালে আরও বড় ‘মাছ’? তদন্তকারী সংস্থার সাহায্যে প্রকাশ্যে এলো নাম?
তবে তাকে দেখে প্রশংসার ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা, ‘জীবনে শুধু এটুকু বড়লোক হওয়া প্রয়োজন।’ আরো বেশকিছু প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, ‘ধূমকেতু’ সিনেমা মুক্তির পর তার বড়সড় প্রোজেক্ট ছিল ‘রঘু ডাকাত’।
প্রথম কমেন্টে,
কাঞ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পরই কি তবে বেশি কাজের সুযোগ পাচ্ছেন শ্রীময়ী? জানুন শ্রীময়ীর জবাব
যেহেতু একটি ঐতিহাসিক কাহিনী নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে তাই তা আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে। আর এই সিনেমাকে টক্কর দিতে পুজোয় মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ এবং ‘দেবী চৌধুরানী’। সবমিলিয়ে বলতে গেলে দুর্গা পুজোটা জমজমাট হয়ে গিয়েছে একাধিক সিনেমার জন্য।
অন্যদিকে তিনি ছাড়াও সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ওম সাহানি, ইধিকা পাল প্রমুখ। প্রত্যেকের অভিনয় নাকি দুর্দান্ত হয়েছে, যা নিজেই জানিয়েছেন দেব। বেঙ্গল ট্যুরের সময় নানান অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের। সেখানে সহ অভিনেতা-অভিনেত্রীদের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।
প্রথম কমেন্টে,
Alia-Ranbir: রনবীরের জন্মদিনে কাঁচাহাতে শুভেচ্ছাবার্তা লিখলো একমাত্র কন্যা রাহা! ছবি ভাগ করে নিলেন আলিয়া