Paoli on RG Kar: আরজি করের বিচার চেয়ে পথে নেমেই গর্জে উঠলেন পাওলি, বললেন, ‘নিজেদের শিক্ষিত বলে জাহির করি এদিকে…’ আরজি করের কর্মকাণ্ডে উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। সাধারণ মানুষ ন্যায় বিচারের জন্য পথে নামছেন। এমনকি সিনেমা জগতের তারকারও পথে নেমেছে।
সেদিন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি সম্মেলন করা হয়। পাওলি দাম এই সম্মেলনে যোগ দিয়ে কী জানালেন? পাওলি দাম সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ বিচার পাব কিনা জানিনা। তবে আমাদের তরফ থেকে যতটা কার্যকর প্রতিবাদ করব। আজ এই ২০২৪ সালে দাঁড়িয়ে নারীদের কাজের জায়গায় সুরক্ষার প্রয়োজন। তাই রোদ, ঝড়, বৃষ্টি ,জল, প্রত্যাখ্যান করে রাস্তায় নামছি আমরা সবাই।’
পাওলি দাম আরো বলেন, তাই বলে শুধু কর্ম ক্ষেত্রেই নয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে পুরুষ মহিলা সব মানুষেরই সুরক্ষা চাই। বাড়ি থেকে এই সুরক্ষা শুরু হবে। পথের ঘাটেও সুরক্ষা চাই। আমার শহর কলকাতার বক্ষে এমন জঘন্য দুর্ঘটনা ঘটেছে, এটা ভাবতেও পারছিনা।
এদিকে আমরা নিজেদেরকে শিক্ষিত বলে অভিহিত করি। আর সেখানেই কিনা এইরকম দুর্ঘটনা ঘটেছে! আইনের মাধ্যমে অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া দরকার। সেদিন আর্টিস্ট ফোরামের প্রতিবাদের সম্মেলনে দেব, রুপা গঙ্গোপাধ্যায় প্রমুখকে সম্মেলনে অংশ নিতে দেখা যায়। তারা দুজন একসাথে বসে অনেকক্ষণ সমালোচনা করেন। বাংলার টলিউডের অনেক নামি মুখকেও সমাবেশে দেখা যায়।
টলিউডের পক্ষ থেকে একটি প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত করা হয়। টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজি কর হাসপাতালের দিকে অগ্রসর হয় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, টেকনিশিয়ানরা। রাস্তায় নেমেছে নাট্যকর্মী ও ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রী সকলেই।