kmc 20240727 194144 pBzBKi2m6s

টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। একের ওর এক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তার সংসারে লেগেছে ভাঙন। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে চারিদিকে। এমন গুঞ্জনের মাঝে অভিনেতা আগুনে ঘি ঢেলেছেন। এদিন নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তবে তার আগে তাকে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে ।

তবে ছবি পোস্ট করলেও সেই ছবির ক্যাপশনটি সকলের নজর কেড়েছে। নিজের ছবির সঙ্গে যে ক্যাপশন তিনি লিখেছেন তা হল, “যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত, তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধে থাকতেই পারত না।” আর এরপর আলোচনা শুরু হয় চারিদিকে। যার অবসান তিনি নিজেই করেছেন।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি তার সাংসারিক জীবনের দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতাকে যেনো একটি মোড়কের আকারে তুলে ধরেছেন। ক’দিন আগে ফেসবুকে তিনি তার স্ত্রী-এর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, “আচ্ছা পৃথিবীর যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা কি শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হতে পারে না? একটা গল্প বলি। একটা ছেলে আর মেয়ের আলাপ হয়।”

তিনি বলেন, “ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে এই মেয়েটা তার সাধাসিধে জীবনযাপনে খাপ খাওয়াতে পারবে না। মেয়েটির চালচলন উগ্রচণ্ডী, বেপরোয়া। ছেলেটি বারবার ব্রেকআপ করার চেষ্টা করে, মেয়েটি রাজি হয় না, নিজেকে বদলানোর ব্যর্থ প্রতিশ্রুতি দিতে থাকে। এবার এটার পিছনে অন্য স্বার্থ ছিল, যা ছেলেটি বুঝতে পারেনি।”

আরও পড়ুন,
*সিঁথিতে সিঁদুর পরা নিয়ে চাঁচাছোলা আক্রমণ ঋষি কৌশিকে, কী জানালেন মহিলারা?

এরপর তাকে বলতে শোনা যায়, “বিয়ের পর দেখা যায়, মেয়েটি তো বদলালোই না, বরং আরও নিজেকে উগ্র করতে থাকল। শুধু তাই নয়, ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র তো আলাদা, এবার মেয়েটি ছেলের কর্মক্ষেত্রে টুকটাক কাজ করতে থাকল। ছেলেটিও সাপোর্ট করল। একটা মেয়ে একা হাতে দু দিক সামলালে তো ভালো কথা। বিয়ের পর থেকে অশান্তি বাড়তে থাকে।”

তিনি আরও বলেন, “ছেলেটি তাও সহ্য করল। কোনও মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরাই বিয়ে করার পর, সহজে ডিভোর্সের পথে হাঁটতে চায় না। তাই ছেলেটিও ক্রমাগত চেষ্টা করে যায়। বছরে দু-তিন দিন শাড়ি পরে নাটক করা, তারপর অফিসের শেষে সিগারেট খাওয়া, পুরুষ বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পার্টি করা, এগুলোই কি উন্নত মানসিকতার পরিচয়? ছেলেটির খবর কিন্তু কখনও নেয়নি, খবরদারি করে গেছে। কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কোথায় যাচ্ছে, সব জানা চাই।”

“এদিকে ছেলেটি মেয়েটির জীবনে কখনও এমন করেনি। এভাবেই ১২টা বছর কেটে যায়। সে যখন আর পারছে না, সে মেয়েটিকে বোঝায়। এভাবে আর সম্ভব না। দরকারে ছেলেটিকে নিজের জীবন শেষ করে দিতে হবে। এই কথা শোনার পরেও, মেয়েটি বলে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তাঁকে আর্থিক দায়িত্ব নিতে হবে। পরের ঘরে থেকে, পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার সঙ্গে নিজের লাক্সারি লাইফস্টাইল মেনটেইন করার মতো আনন্দ আর কীসে!”

“মেয়েটি নিজেকে এমন সুগার কোট করে রেখেছে যে, তার মতো লক্ষ্মীমন্ত বউ আর হয় না। সত্যি আর হয় না, ওরকম দু মুখো সাপ। আর এদিকে ছেলেটির নামে অন্যের কাছে বলে রেখেছে, ছেলেটি মানসিক ভারসাম্য হীন হয়ে পড়েছে, ছেলেটিকে নাকি সেই কাজ এনে দেয়। এই নিয়ে কথা বলতে গেলেই, সাইবার ক্রাইম সহ নানা জিনিসের ভয় দেখায়।”

টলিউড অভিনেতা ঋষি কৌশিক তার ভিডিওতে স্ত্রী দেবযানীর কথাই যে ছত্রেছত্রে তুলে ধরেছেন তা আর বুঝতে বাকি নেই কারোর। জানা যায়, তার স্ত্রী-এর বাড়ি থেকে এই বিয়ে নিয়ে রাজি ছিল না দেবযানীর পরিবার। কিন্তু মেয়ের ভালোবাসার কাছে নতি স্বীকার করেন তারা। অবশেষে বিয়ে হয় ঋষি ও দেবযানীর। কিন্তু দীর্ঘ ১২ বছরের বৈবাহিক জীবন এখন ভাঙনের পথে।

আরও পড়ুন,
*প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী!