টলিউডের তারকারা অনেকেই আছেন যারা ক্রিকেট খেলেন। টলিউডে CCL নতুন কিছু নয়। এবার তারা ট্রফি হাতে ফিরেছেন। আর এই দলে রয়েছেন দেব। মাঝেমধ্যে তিনি ক্রিকেট খেলতে বেরিয়ে পড়েন। সদলবলে বন্ধুদের নিয়ে তাকে ক্রিকেট খেলতে দেখা যায়। তবে এবার দেখা গেলো একেবারে ভিন্ন ছবি। তাকে নয় বরং তার বান্ধবীকে দেখা গেলো।
টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবার ব্যাট হাতে পিচে নামলেন। আর সেই খেলার ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও ভোলেননি৷ আর তার কান্ড দেখে দেবের হাসি ধরছে না। ব্যাট হাতে পিচে নামলেও তার পরনে খেলার পোশাক নয়। বরং শাড়ি পরে এবং মানানসই সাজে একেবারে এথনিক পোশাকে হাজির হলেন ব্যাট করতে।
দেবকে তার পিছনে দেখা গিয়েছে কিপার হিসেবে। রুক্মিনী যে শাড়ি পরেও কিছু কম যান না তা প্রমাণ করে দিলেন। মাঝে দেবকে রুক্মিণীর কাছ থেকে ব্যাট নিয়ে নিতে দেখা গিয়েছিল। কিন্তু রুক্মিণী ছেড়ে দেবার পাত্রী নন। তিনি ব্যাট কেড়ে নিয়ে বল মারলেন পরপর। বেশ কয়েকটি শট মারতে দেখা গেলো তাকে। কখনও তাকে ছক্কা মারতেও দেখা গেলো।
একসময় রুক্মিণী যখন ছয় মারলেন দেবকে ক্যাচ ধরতে দেখা গেলো। কিন্তু রুক্মিণী ব্যাট রাখেননি৷ তারপরেও খেলা চালিয়ে গেলেন। আর তা দেখে দেব হাসবেন না কি করবেন বুঝতে পারছিলেন না। শাড়ি পরেই কাঁপিয়ে দিলেন তিনি। অনেকেই এই ভিডিওতে রুক্মিণীর শাড়ি পরে ক্রিকেট খেলা দেখে অবাক হয়েছেন।
এদিকে ভিডিওটি পোস্ট করে রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সবাইকে রুক্মিণী প্রিমিয়ার লিগের দ্বিতীয় সিজনে স্বাগত জানালাম। একটু প্রাকটিস করতে গিয়েছিলাম। কিন্তু শাড়ি পরে, তাই বলে আমি সরি না।”
আরও পড়ুন,
*প্রতিনিয়ত ব্যথা হচ্ছে, চুলকে সম্পূর্ণ বিদায় জানালেন ‘সাহসী’ হিনা