Rupashree money: বিয়ের আগেই রূপশ্রীর টাকা দিতে হবে, বড়সড় ঘোষণা রাজ্য সরকারের

Rupashree money: দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে এককালীন আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয় ‘রূপশ্রী প্রকল্প’। এবার এই প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। এতদিন অনেকেই যারা আবেদন করেছেন তাদের মধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে। অনেকেই জানাচ্ছেন এই টাকা তারা অনেক দেরিতে পেয়েছেন। কেউ কেউ বিয়ের কয়েক বছর পরে গিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন।

কেউ বা আবেদন করার অনেক পরে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করেছে। আর বিয়ের পরে নয়, এবার পাত্রীর সমস্ত তথ্য খতিয়ে দেখার পরই তার কাছে পৌঁছে যাবে টাকা। বিয়ের আগে অথবা খুব দেরি হলে বিয়ের দিন পৌঁছে যাবে সেই টাকা। এই মর্মে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে হবে। যদি তা না হয় তবে বিয়ের দিনই পৌঁছে যাবে পাত্রীর অ্যাকাউন্টে টাকা। সম্প্রতি দফতরের আধিকারিকরা সমস্ত জেলা প্রশাসনকে ভিডিও কলের মাধ্যমে নতুন নির্দেশিকা জানিয়ে দিয়েছে।

রূপশ্রীর টাকা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে এতদিন ধরে। টাকা দেরিতে প্রবেশ করা নিয়ে অনেকেই বিরক্ত ছিলেন। তবে দেরি হওয়ার ছিল কিছু কারণ। সময়ের মধ্যে তথ্য যাচাই করে উঠতে না পারার জন্য দেরি হতো। এবার সেই নিয়মে বদল হয়েছে। শনিবার থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম।

জানা যাচ্ছে, এতদিন আবেদন যাচাই করার কাজ চলছিল ধীর গতিতে। এর পাশাপাশি আধিকারিকদের গাফিলতির কথাও উঠে এসেছে। অনেকে আবেদন করলেও প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। নতুন নির্দেশিকায় কাজ দ্রুত গতিতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিয়ের দিন পেরিয়ে গেলে আর এই সুবিধা পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে নতুন নির্দেশে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক