পায়ে হাত দিয়ে প্রণাম! যীশুকে বুকে জড়িয়ে ধরলেন সলমন, মন্ত্রমুগ্ধ নেটিজেন

সলমন খানের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত! তবে শুধুমাত্র টলিউড বললে ভুল হবে কারণ বর্তমানে তিনি সমানতালে কাজ করে চলেছে বলিউডেও। এমনকি দক্ষিণ ভারতের সিনেমাতেও কাজ করছেন এই অভিনেতা। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন তিনি।

সম্প্রতি তাদের নতুন প্রোজেক্টের প্রচারে ‘বিগ বস’এর মঞ্চে গিয়েছিলেন যীশু, তার সঙ্গে ছিলেন কাজল। সেখানকার বিভিন্ন দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল এবং যীশুর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল সিজন ২।’

তারই প্রচারে জোরকদমে নেমে পড়েছেন এই জুটি। যে কারণে তারা পৌঁছেছিলেন ‘বিগ বস’এর মঞ্চে। সম্প্রতি যে ভিডিওটি উঠে এসেছে সেখানে দেখা যায় পৌঁছেই সলমনকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান যীশু। তবে সলমন তাকে বারণ করে বুকে জড়িয়ে নেন। এরপর বসে তার ভূয়সী প্রশংসা করেন।

যীশুর উদ্দেশ্যে সলমন বলেন, ‘সিসিএলে তোমরা দুর্দান্ত খেলছো। আমাদের একজন শেষ করে দিয়েছো।’ কাজলকে বলেন, ‘ওরা সিসিএল-কে ভীষণ গুরুত্ব দিয়েছে।’ আসলে ‘সিসিএল’ হলো সেলিব্রেটি ক্রিকেট লীগ। যেখানে বলিউড, টলিউড-সহ অন্যান্য রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা যোগদান করেন।

বাংলার দলে রয়েছেন যীশু। ইতিমধ্যে বেশ কয়েকবার তারা এই লীগে জয়লাভও করেছেন। সে কারণেই সলমন তার প্রশংসা করেন। উল্লেখযোগ্য, এক সময় বাংলায় দীর্ঘদিন কাজ পাননি যীশু। ধীরে ধীরে বলিউড ও দক্ষিণে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। বর্তমানে বলিউডে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন।

error: Content is protected !!