বলিউডের সুন্দরী নায়িকার কারণে বিচ্ছেদ! বড় অভিনেতার ইচ্ছায় ছবি থেকে বাদ পড়েন ভিকির প্রাক্তন প্রেমিকা

ইতিমধ্যেই তিনি কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজে। যার ফলে তিনি দর্শকদের কাছে অতিপরিচিত। এছাড়াও তাকে অনেকেই ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা হিসেবেও চেনেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি হরলীন শেঠির সম্পর্কে। মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।

সেখানে পরিবারের সাথেই থাকতেন তিনি। মুম্বাইতে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পর চাকরি করতে শুরু করেন। মুম্বাইয়ের একটি জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করতেন তিনি। ২০১৩ সালে ইংরেজি ভাষার একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে শুরু হয় তার অভিনয় জীবন।

হিন্দি এবং ইংরেজি ভাষার পাশাপাশি মারাঠি এবং পাঞ্জাবি ভাষাতেও তার দক্ষতা রয়েছে। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে তার সাথে ভিকি কৌশলের সম্পর্কের কথা শোনা যায়। যদিও প্রকাশ্যে তারা কিছু বলেননি। তবে মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। তখনই নাকি হরলীনের সাথে বিচ্ছেদ হয়ে যায় ভিকির। এই বিষয়ে শোনা যায় অন্য এক অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠতা বেড়েছিল অভিনেতার। সে কারণেই তাদের বিচ্ছেদ হয়। ভূমি পেডনেকরের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা হয়েছিল ভিকির। যদিও কারণ, জানা যায়নি তবে তারা দু’জন জানিয়েছিলেন তারা সিঙ্গেল।

হরলীন এক পুরনো সাক্ষাৎকারে বলেন, ‘আমার নিজের একটা পরিচয় রয়েছে। আমি কারও প্রাক্তন প্রেমিকা হিসাবে পরিচিতি পেতে চাই না। কেউ বড়ো পর্দার জনপ্রিয় অভিনেতা হতেই পারেন, কিন্তু আমি এখনও বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ পাইনি। শুধুমাত্র সেই কারণের জন্য অন্যের নামে আমার পরিচিতি গড়ে উঠতে পারে না।’

হরলীনের সাথে বিচ্ছেদের পর ২০২১ সালে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন ভিকি। অন্যদিকে ‘গুল্লক’ খ্যাত বৈভবরাজ গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান হরলীন। তাকে ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘দ্য টেস্ট কেস’, ‘দ্য গন গেম’, ‘ফ্লার্টিন’, ‘কাঠমান্ডু কানেকশন’, ‘সুলতান অফ দিল্লী’ এবং ‘কোহরা’র মতো ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে।

কিছুদিন আগে অনুরাগ কাশ্যপ এবং গুলশন দেবাইয়ার সঙ্গে ‘ব্যাড কপ’ সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এক বড়ো প্রযোজনা সংস্থায় বড়ো অভিনেতার বিপরীতে তার কাজ করার কথা ছিল। তবে সেই অভিনেতা তার সাথে কাজ করতে চাননি, তাই তিনি বাদ পড়েন।