‘আমি রাঘবের অনেক বড়ো ভক্ত’, জানালেন বলিউড বাদশা শাহরুখ খান!

নাচের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়েল। যার ফলে তার ভক্তের সংখ্যা চোখে পড়ার মতোন। তবে শুধুমাত্রই অন্যরা ভক্ত নয় সেই তালিকায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান! কী অবাক হচ্ছেন তো? তবে এমনটাই সত্যি। সম্প্রতি একটা রিয়ালিটি শো’এর মঞ্চে তেমনটা জানিয়েছেন শাহরুখ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যায় শাহরুখ রাঘবকে ধরে মঞ্চে নিয়ে এসে বলছেন, ‘হয়তো অনেকেই জানেন না তবে আমি আজ একটা কথা বলতে চাই। আমি রাঘবের অনেক বড়ো ভক্ত। আমি ওর সম্পর্কে সবকিছু জানি।’

এরপরই একা একা রাঘবের সমস্ত তথ্য বলতে শুরু করেন শাহরুখ। বলেন, ‘প্রথমে আমি ওর নাম জানতাম না। কিন্তু আমি আমার এক বন্ধু কোরিওগ্রাফার ফারহা খানের কাছ থেকে সমস্ত তথ্য নিয়েছি। রাঘবের বাবার নাম দীপক যিনি একজন আইনজীবী। ওর দাদুও একজন আইনজীবী।’

‘রাঘবের মায়ের নাম অলকা, যিনি একজন শিক্ষিকা। রাঘবের বাড়ি আগে দেরাদুনে ছিল কিন্তু সে এখন মুম্বাইতে থাকে। আমি প্রথমবার ওর অডিশন দেখেছিলাম টেলিভিশনের পর্দায়। সেদিন থেকে আমি ওর ভক্ত হয়ে গেছি। সেখান থেকে আজ ও এতো সাফল্য লাভ করেছে আমি ওর ভক্তই রয়ে গেছি।’

এই কথা শোনার পর সকলে চমকে যান। কারণ শা,হরুখের মতোন অভিনেতা যার এতো ব্যস্ততা, তিনি যে সময় নিয়ে আরেকজনের সম্পর্কে এতো তথ্য নিতে পারেন তা সত্যিই অবাক করার বিষয়। আর রাঘবের জন্য এটি অনেক বড়ো পাওনা।

আরও পড়ুন,
*‘হাতজোড় করার গুরুত্ব বুঝেছি’, সনাতন ধর্মের প্রশংসায় পঞ্চমুখ আমির খান!

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক