Shah Rukh Khan: ৫০ টাকা মাইনের স্কুলে পড়তেন শাহরুখ খান! অবাক হলেও সত্য

Shah Rukh Khan: বলিউডের কিং খান বললে যার কথা মাথায় আসে তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমান সময়ে শাহরুখের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বলিউডে বর্তমান সময় দাঁড়িয়ে তার জনপ্রিয়তা ও ফ্যানবেস সবচেয়ে উঁচুতে। কিন্তু এই দিনটি একদিনে আসেনি। তার জন্য দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে তাকে। শাহরুখ ছিলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে।

তিনি দিল্লিতে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু তারা বিত্তশালী ছিলেন না। এর পাশাপাশি তার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তার বাবার ছিল নানান ধরনের ব্যবসা। দিল্লিতে তারা একটি ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু এমন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েও শাহরুখ ছিলেন মেধাবী। তিনি পড়াশোনা করতেন মধ্য দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে।

স্কুলটি ছিল কনভেন্ট৷ সেই স্কুলের মেধাবী পড়ুয়া ছিলেন তিনি। প্রতি বছর ক্লাসে তিনি র‍্যাঙ্ক করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলাতেও দারুণ ছিলেন শাহরুখ। তিনি ফুটবল ও হকি খেলতেন। আর তাতে তার বেশ নাম ছিল। তাছাড়া অলরাউন্ডার হওয়ার কারণে স্কুলের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড–দ্যা শোর্ড অফ অনার জিতেছিলান শাহরুখ।

সেইসময় ওই স্কুলে ৫০ টাকা মাইনে ছিল। ৫ দশক আগে সেই টাকার মূল্য ছিল অনেকটাই। কিন্তু সেই টাকা দিতেও হিমশিম খেতো শাহরুখের পরিবার। শাহরুখের পরিবার ছিল মধ্যবিত্ত। নানান ধরনের জিনিসের ব্যবসা থাকলেও শাহরুখের বাবা বিত্তশালী ছিলেন না।

অভাবে বড় হওয়ার জন্য শাহরুখ পয়সার মূল্য বোঝেন। তাই বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে মুম্বাইতে তৈরি করেছেন বিলাসবহুল ‘মন্নত’। প্রতি বছর শাহরুখের জন্মদিনে শাহরুখের এই বাড়ির সামনেই উপচে পড়ে অনুরাগীদের ভিড়।

আরও পড়ুন,
*খোঁজ মিললো ২৫০০ বছরের পুরনো যজ্ঞকুণ্ডর
*‘বাড়িতে একদম ঢোকাবে না এসব’, শাহরুখ খানকে চোখ রাঙানি গৌরীর!