মাত্র ৫২ বছর বয়সেই নিভে গেলো জীবন প্রদীপ, গায়ক জুবিন গর্গের মৃত্যুতে শোকপ্রকাশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

মাত্র ৫২ বছর বয়সেই অজানা পথের উদ্দেশ্যে পাড়ি দিলেন সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ। তার গাওয়া বলিউড বা টলিউডের একাধিক গান যা শ্রোতাদের মন জয় করে রেখেছে আজও। এদিন ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং করতে গিয়ে সমুদ্রে পড়ে যান তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ইহলোক ত্যাগ করে তিনি চিরদিনের জন্য পাড়ি দিলেন অজানার উদ্দেশ্যে।

আগামী ২০শে আগস্ট তার এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। কিন্তু সেসব আর করা হলো না। এহেন গায়কের মৃত্যুতে ব্যথিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, “আজ আসাম তার প্রিয় সন্তানকে হারাল। অসমের কাছে জুবিন গর্গ কী ছিলেন? কিংবা অসমের মানুষের মন জুড়ে কতটা ছিলেন জুবিন? সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। এটা তো ওর চলে যাওয়ার বয়সও নয়।”

আরও পড়ুন,
“বুকের পাটা থাকলে সামনে এসে বলুক ওই মহিলা”, থানায় এফআইআর করে কার উপর তোপ দাগলেন কাঞ্চন-শ্রীময়ী?

তিনি আরও লেখেন, “জুবিনের কণ্ঠে শ্রোতাদের উজ্জীবিত করার এক দারুণ ক্ষমতা ছিল। এমন শূন্যতা রেখে গেলেন, যা কখনও পূরণ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জুবিনকে অহমিয়া সংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং স্তম্ভ হিসেবেই মনে রাখবে।” জুবিন গানের জগতে যে বিশাল পরিধি জুড়ে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। হিন্দি, বাংলার মত নানান ভাষায় তার গানের দখল ছিল।

এদিকে বিনোদন জগতের একাধিক মানুষ জুবিন গর্গের মৃত্যুতে শোকে পাথর। অনেকেই গায়কের সঙ্গে ছবি পোস্ট করে তাদের আবেগ প্রকাশ করেছেন। মাত্র ৫২ বছর বয়সে এত উজ্জ্বল তাঁরার হঠাৎ ম্লান হয়ে যাওয়া যেনো কেউই মানতে পারছেন না। গায়কের অনুরাগীরাও তাদের দুঃখ প্রকাশ করেছেন। নেট দুনিয়ায় শেকবার্তায় ছেয়ে গিয়েছে।

error: Content is protected !!