Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দুনিয়ায় প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। তাকে চেনে না এমন মানুষ এই দেশে নেই। হঠাৎই তার বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ছবিতে দেখা গিয়েছে ছুটির মেজাজে রয়েছেন জনপ্রিয় ক্রিকেট তারকা। একাধিক ছবিতে তাকে দারুণ ছুটির মেজাজে দেখা গিয়েছে। পরনে রয়েছে চেকড শার্ট, চোখে সানগ্লাস, মাথায় টুপি।
সানা ও ডোনাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে দেখা গেলো সৌরভকে। কোনোটিতে মেয়েকে পাশে নিয়ে ছবি তুলেছেন তিনি। আবার একটি ছবিতে ডোনাকে জড়িয়ে ছবি তুলেছেন। সপরিবারে ছুটি কাটাচ্ছেন সৌরভ। জানা যাচ্ছে, সৌরভ সপরিবারে এই মূহুর্তে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। তবে কি দেশের হয়ে গলা মেলাতে সেখানে হাজির হলেন সৌরভ?
জানা যাচ্ছে, সৌরভের পছন্দের শহরের তালিকায় প্রথমেই রয়েছে লন্ডন। তবে এরপর রয়েছে নিউ ইয়র্ক৷ হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও শেয়ার করেছেন তিনি। ২১ সেকেন্ডের ভিডিওতে বেশ কিছু ছবি দিয়েছেন তিনি। আর সেই ভিডিও হতে সময় নেয়নি।
এদিকে আগামীকাল ভারত ও পাকিস্তানের ক্রিকেট খেলা রয়েছে। আর সেখানে নিজের দেশকে এগিয়ে রাখলেন সৌরভ। চলথি বছরের খেলার মরশুমে সৌরভের আশা এবার কাপ জিততে পারে ভারত। তিনি মনে করছেন রোহিত শর্মা এ্টু টালমাটাল অবস্থা থাকলেও খুব শীঘ্রই ফর্মে ফিরবেন।
২০২৩ সালে একটুর জন্য জয় আসেনি৷ তবে কি এবার জয় আসতে পারে? অন্তত ট্রফি আসুক এমনটাই আশা করছেন সকলে। তবে আগামীতে কী হবে তা সময় বলবে।