মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোরকে ফিরিয়ে আনতে উড়ে গেল স্পেসএক্স ফ্যালকন ৯

kmc 20240929 110757 LHcy3IRC2F

গত ৫ই জুন মহাকাশযানে যার স্টারলাইনারে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন দুই মহাকাশচারী। সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোর। এই দুজন মহাকাশচারীর আট দিনের মিশন ছিল কিন্তু স্টারলাইনারে কিছু ত্রুটি থাকার জন্য তারা ফিরে আসতে পারেনি তারপর সেখানেই কেটে যায় তাদের কয়েক মাস।

তাদের দুজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে বলা হয়েছে। এবার এতদিন পর তাদের দুজনকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের উদ্দেশ্যে পাড়ি স্পেস এক্স এর মহাকাশযানটি। গত শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে পাড়ি দেয় এই মহাকাশ যান্ত্রিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে।

নাসা থেকে জানিয়েছে, এলন মাস্কের স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট এই দুই মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছে। যেই এক্স মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশ্যে যাচ্ছে সেটি মাত্র চারজন মহাকাশচারী বহন করতে পারে।

তাই দুজনের সিট ফাঁকা রেখেই এইবার মহাকাশের উদ্দেশ্যে তাদেরকে আনতে রওনা দিলেন নাসার মহাকাশচারী নিক হক ও রাশিয়ার মহাকাশচারী অ্যালেক্সজান্ডার গুর্বুনভ। এই মহাকাশযানটি সফলভাবে উড়ানোর জন্য নাসা ও স্পেস এক্স কে ধন্যবাদ জানিয়েছেন নাসার প্রধান বিল নেলসন।

স্পেস এক্সের মহাকাশযান মহাকাশে পৌঁছতে ২৭ ঘন্টা সময় নেবে। মহাকাশ যান্ত্রিক স্টেশনে পৌঁছে গেলেও ফেরা হবেনা শুনে তাদের কারণ যে দুজন মহাকাশচারী তাদেরকে আনতে গেছেন তারা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেতে ফিরবে তারা ততদিন সেইখানেই থাকবে। তাই সুনিতাদের এখনই ফেরা হচ্ছে না তারা ফেব্রুয়ারি মাসে ফিরতে চলেছে।