কয়েক মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এই নতুন জীবনের দিনগুলি কেমন কাটছে তার? সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। উচ্ছ্বাসের সাথে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বহু সমালোচনা ট্রোলিং পেরিয়ে মনের মানুষের সাথে বর্তমানে সংসার করছেন শ্রীময়ী।
কখনোই কোনো নেতিবাচক বিষয়কে তাদের সম্পর্কের মাঝে আসতে দেননি। এরই মাঝে হঠাৎ করে সকলকে চমকে দিয়ে জানান তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরপর যেমন তিনি শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন সাথে পেয়েছিলেন একরাশ কটাক্ষ।
কারণ, তাদের বৈবাহিক জীবনের সময় এবং সন্তান জন্ম দেওয়ার যেটুকু সময় প্রয়োজন তার সাথে মিল নেই। যার দ্বারা সকলে এটাই বুঝে গিয়েছেন যে বিয়ের আগে থেকে সন্তানসম্ভবা ছিলেন শ্রীময়ী। তবে সেসব বিষয়কে পেরিয়ে তিনি ভরপুর মাতৃত্ব উপভোগ করছেন। কিন্তু কাজ থেমে নেই।
সেরকমই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। তাকে যখন জিজ্ঞেস করা হয় তার দিনগুলি কেমন কাটছে? তখন ভীষণই আনন্দের সাথে জানান, ‘এখন প্রত্যেক দিনই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কখনো ও চোখের দিকে তাকিয়ে আছে কখনো মুখের দিকে।’
‘এইতো সেদিন আমি চুলে কার্ল করেছিলাম তখন দেখি চোখের পাতা ফেলছে না। হাঁ করে তাকিয়ে আছে। ও ভাবছে এটা কী? এখন তো কালো রং, ধূসর রং সবকিছু চলছে এসবের দিকেও তাকিয়ে থাকে। এখন দেখে আসি পরে এসে আবার কথা বলছি।’ এরপরই মেয়েকে দেখতে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী।