বেশি টাকা দিয়ে আইসিসি ট্রফি জেতার অভিযোগ উঠলো ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে! যে অভিযোগ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। তাদের মতে ক্রিকেট আপস করেছে।
এমনিতেই গোটা টুর্নামেন্ট জুড়ে ভারতকে নিয়ে সমালোচনা করেছেন ভন। তার ওপর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সেই পরিমাণ বেড়ে গিয়েছে বহুমাত্রায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন এই ট্রফি নাকি আইসিসি ভারতের জন্যই রেখেছে।
কী কারণে তিনি এমনটা বলেছেন তাও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন ভারত জানতো তাদের সেমিফাইনাল গায়ানাতেই হবে। আর টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা একই সময়ে তাদের সমস্ত ম্যাচ খেলেছে। ভারতের দর্শকদের জন্য ম্যাচ ছিল দিনের বেলায়। তবে অন্য দলগুলোকে কখনো রাতে আবার কখনো দিনে খেলতে হয়েছে।
আইসিসি নাকি বাণিজ্যিক সার্থকে অগ্রাধিকার দিয়েছে। বলেন, ‘এটা ওদের টুর্নামেন্ট তাই না? আক্ষরিক অর্থে, এটা ওদেরই টুর্নামেন্ট। ওরা যখনই চাইছে তখনই খেলতে পারছে। জানতে পারছে যে তাদের সেমিফাইনাল কোথায় হবে। তারা প্রত্যেকটা খেলা সকালে খেলছে। যাতে দেশে লোকেরা রাতে তাদের খেলা দেখতে পারে। বিশ্বকাপে এসব পক্ষপাতিত্ব চলে না।’
পাশাপাশি গিলক্রিস্ট বলেছেন, ‘অনেক আবেগপ্রবণ ভারতীয় ভক্তও এই পক্ষপাতিত্বের ব্যাপারেখুব সচেতন। তারা একমত যে এই খেলায় আপস করা হয়েছে। ভারত সেরা দল হয়েছে। তারা এই ফলের ভিত্তিতে দাবী করবে যে তারাই সবথেকে সামঞ্জস্যপূর্ণ দল। কিন্তু, অনেক ভারতীয় সমর্থক রয়েছেন যারা অন্ধ নন।’