এবার অভিনব উপায়ে তাকে ফলো করার কথা বললেন উরফি জাভেদ! আসলে তিনি মানেই কিছু না কিছু চমক থাকে সকলের জন্য। ফ্যাশনে দুনিয়া রীতিমতো বিপ্লব এনেছেন তিনি। এমন কোনো জিনিস নেই যা দিয়ে পোশাক তৈরি করেননি। তবে এবার যে পোশাকটি তৈরি করেছেন তা সকলের থেকে আলাদা।
একটি কালো রঙের মিনি স্কার্টে দেখা গিয়েছে তাকে। তবে তার ওপরেই রয়েছে এলইডি লাইটের বোর্ড। সেখানেই ভেসে উঠেছে ‘প্লিজ ফলো করে দাও।’ যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন পাপারাজ্জিরা। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে তাকে। যেখানে গাড়ি থেকে নেমে আসছেন তিনি।
প্রথমে যদিও বিষয়টি বোঝা যায়নি, তবে যখন তিনি পাপারাজ্জিদের সামনে পোজ দিতে থাকেন তখনই তার পোশাকের ওই লেখা ভেসে ওঠে। এরপর সকলকে তিনি অনুরোধ করেন লাইট কমিয়ে দেওয়ার জন্য। তখন আরো ভালো করে লেখাটি ফুটে উঠেছিল তার পোশাকে।
যা দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ যেমন প্রশংসা করেছেন আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি। এর আগেও আলোচনায় উঠে এসেছেন উরফি। কিছুদিন আগেই গিরগিটি দিয়ে পোশাক তৈরি করতে দেখা গিয়েছিল তাকে। সাদা জামার উপরে জড়িয়ে ছিল সবুজ রঙের গিরগিটি।
উল্লেখযোগ্য, তিনি বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পোশাকের বিষয় তিনি কখনোই আপোস করবেন না। তার যা পছন্দ সেই পোশাকই পরবেন। ফুল, পাতা, কাঠ, কাগজ, ব্লেড থেকে শুরু করে এমন কিছু নেই যা দিয়ে পোশাক তৈরি করেননি তিনি। এক কথায় তিনি ফ্যাশন ট্রেন্ড তৈরি করে দিয়েছেন।
আরও পড়ুন,
*রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী