ঘরোয়া উপায় চুল হবে ঘন কাল, এই ভাবে ব্যবহার করুন করপুর

আমাদের দৈনন্দিন জীবনে কর্পূর একটি দরকারী উপাদান। কখনও আলমারিতে জামাকাপড় সুগন্ধি করতে কিংবা পোকামাকড় দূর করতে কর্পূরের জনপ্রিয়তা রয়েছে। তবে শুধু তাই নয়, চুলের সৌন্দর্য বৃদ্ধি করতেও কর্পূরের চল রয়েছে। অনেকেই কর্পূরকে চুলের ঔষধ হিসেবে ব্যবহার করেন।

বয়স বাড়লে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই নানান সমাধান খোঁজেন। অনেকের অল্প বয়সে টাক পড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা দূর করতে ব্যবহার করুন কর্পূর। কর্পূরের তেল বানিয়ে তা চুলের গোঁড়ায় দিলে উপকার পাওয়া যায়।

জীবনযাপন
বিদায় নেবে রক্তাল্পতা-কোষ্ঠকাঠিন্য, সকাল বেলা খেতে হবে এই জিনিস

নিয়মিত এই তেল মাথায় মাখলে চুল পরা বন্ধ হয় ও ঘন কালো চুল গজায়। চুলের গোঁড়া হয় মজবুত। আর তার ফলে ঘন ঘন চুল পড়ার ভয় থাকে না। কর্পূরের তেল বানানোর পদ্ধতি দেখে নিন-

প্রথমে কর্পূর এনে তা গুঁড়ো করতে হবে। এরপর একটি পাত্র নিয়ে তাতে নারকেল তেল নিতে হবে। এবার পাত্রটিতে গুঁড়ো করে রাখা কর্পূর নিয়ে তা গরম করতে হবে। তেল গরম হলে আগুন থেকে নামিয়ে তা ঠান্ডা হলে মাথায় মাখলে উপকার পাবেন। এটি নিয়মিত করলে ফল পাবেন হাতেনাতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক