Use Karpur in this way to get thick hair

আমাদের দৈনন্দিন জীবনে কর্পূর একটি দরকারী উপাদান। কখনও আলমারিতে জামাকাপড় সুগন্ধি করতে কিংবা পোকামাকড় দূর করতে কর্পূরের জনপ্রিয়তা রয়েছে। তবে শুধু তাই নয়, চুলের সৌন্দর্য বৃদ্ধি করতেও কর্পূরের চল রয়েছে। অনেকেই কর্পূরকে চুলের ঔষধ হিসেবে ব্যবহার করেন।

বয়স বাড়লে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই নানান সমাধান খোঁজেন। অনেকের অল্প বয়সে টাক পড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা দূর করতে ব্যবহার করুন কর্পূর। কর্পূরের তেল বানিয়ে তা চুলের গোঁড়ায় দিলে উপকার পাওয়া যায়।

নিয়মিত এই তেল মাথায় মাখলে চুল পরা বন্ধ হয় ও ঘন কালো চুল গজায়। চুলের গোঁড়া হয় মজবুত। আর তার ফলে ঘন ঘন চুল পড়ার ভয় থাকে না। কর্পূরের তেল বানানোর পদ্ধতি দেখে নিন-

প্রথমে কর্পূর এনে তা গুঁড়ো করতে হবে। এরপর একটি পাত্র নিয়ে তাতে নারকেল তেল নিতে হবে। এবার পাত্রটিতে গুঁড়ো করে রাখা কর্পূর নিয়ে তা গরম করতে হবে। তেল গরম হলে আগুন থেকে নামিয়ে তা ঠান্ডা হলে মাথায় মাখলে উপকার পাবেন। এটি নিয়মিত করলে ফল পাবেন হাতেনাতে।