মহাকুম্ভ মেলায় তরুণীর রূপে মুগ্ধ পুণ্যার্থীরা, তরুণীর সঙ্গে ছবি তোলার আবদার জুড়লেন অনেকেই

গত ১৩ই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মেলা চলছে। গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর মিলনস্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে মেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হল মহাকুম্ভ মেলা। আর তাই দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় আসছেন ও ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন। তবে সকলেই যে স্নানের উদ্দেশ্যে আসেন তা নয়, কেউ কেউ অর্থ উপার্জনের জন্য আসেন।

মেলা আসলে বহু মানুষের মিলনস্থল। মহাকুম্ভ মেলা এমন এক মেলা যেখানে হাজির হন বিশ্বের নানান জায়গার মানুষ। আর সেখানে অনেকেই জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করেন। তেমনি এক তরুণী কিছু বিক্রির আশায় ঘুরছিলেন। কিন্তু তার বিক্রি করা জিনিসের দিকে মানুষের দৃষ্টি নেই , বরং তার রূপ দেখে চোখ আটকে গিয়েছে অনেকের। তার রূপের যাদুতে সকলেই মুগ্ধ।

একটি ভিডিও ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন তরুণী নানান ধরনের পুঁতি, রুদ্রাক্ষ ও বিভিন্ন ধরনের মালা নিয়ে মেলায় সেগুলি বিক্রি করছেন। তার পরনে রয়েছে নীল রঙের কুর্তি ও লং স্কার্ট। শীতের জন্য গায়ে চাপিয়েছেন একটি নীল জ্যাকেট। লম্বা করে বিনুনি করা চুল কাঁধের এক পাশে রয়েছে। তার গলায় পরা রয়েছে সাদা রঙের পুঁতির মালা।

তরুণীর কাঁধে রয়েছে একটি বড় ব্যাগ ও অপর হাতে রয়েছে নানান রঙের পুঁতির মালা। কিন্তু মেলায় থাকা মানুষদের ওই তরুণীর পুঁতির মালার প্রতি আগ্রহ নয়, বরং তার রূপের প্রতি আগ্রহ বেশি। আর তার চারপাশে ভিড় জমালেন মানুষেরা। সেই ভিড় থেকেই একজন ভিডিও করে তা সমাজ মাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

মেলায় ওই তরুণী মালা বিক্রি করার উদ্দেশ্যে ঘুরলেও তার চারপাশে মানুষের ভিড় জমে তরুণীর চোখের সৌন্দর্যে৷ দাঁড়িয়ে থাকা সকল পুণ্যার্থীদের সকলের একটিই দাবি এবং তা হলো তরুণীর সঙ্গে তারা সকলে ছবি তুলতে চান। ওই তরুণী জানিয়েছেন, তার বাড়ি ইন্দোরে। তিনি মহাকুম্ভ মেলায় পুঁতির মালা বিক্রি করতে এসেছেন।

এরপর সেই ভিড় করে থাকা সকলেই তরুণীর রূপের প্রশংসা করেন। অনেকেই তার ছবি যেমন মোবাইলে তুলে নিয়েছেন তেমনই কেউ কেউ ভিডিও করেছেন। ‘শিভম_বিকানেরি_অফিশিয়াল’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে ১০ লক্ষ নেটিজেন ভিডিওটি দেখে ফেলেছেন।

আরও পড়ুন,
*মৃতা মায়ের ছবিকে পুণ্য স্নান করালেন ছেলে, মহাকুম্ভ যেনো নতুন নতুন দৃশ্য জন্মের সাক্ষী স্থান

error: Content is protected !!