চোখে ঘন কাজল, হাতে-পায়ে আলতা, পরনে লাল-সাদা সুতির শাড়ি, লম্বা চুল বিনুনি করে বাঁধা! এবার গ্রাম্য যুবতীর সাজে নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আমরা সকলেই জানি টলিউডের এই অভিনেত্রী মানেই কিছু নতুনত্ব থাকবে।
চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে বরাবর নিজের ছন্দেই বাঁচতে পছন্দ করেন তিনি। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। সম্প্রতি সেখানেই তার ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে গ্রাম্য যুবতীর সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি।
ছবিতে তার মানানসই মেকআপ, কপালের ছোট্ট লাল টিপ এবং নাকের নোলক আলাদা মাত্রা যোগ করেছিল তার সৌন্দর্য্যে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী পোজ দিয়েছেন আবার কখনো কোমল কিশোরীর মতোন সরলতা দেখা গিয়েছে তার চোখেমুখে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সকলের মুখে একটাই কথা তাকে আধুনিক পোশাকের চেয়ে শাড়িতেই বেশি সুন্দরী লাগে। এছাড়াও বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে কিছুদিন আগেই একটি মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করেছিলেন তিনি।
যেখানে দেখা যায় পুজো সম্পন্ন হওয়ার পর রাস্তার আশেপাশে সকলের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন তিনি। সাথে ক্যাপশনে এও লিখেছিলেন, ‘এই পৃথিবী ভালোবাসায় ভরা, আমি তা গ্রহণ করতে শিখেছি।’ এখানেই শেষ নয় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে।
আরও পড়ুন,
*মৌনি-দিশার গ্ল্যামার মুগ্ধ করেছে সকলকে, বোল্ড লুকে ভাইরাল জনপ্রিয় দুই বলিউড অভিনেত্রী