এবার নবম ও দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালত নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে সিবিআই-এর গ্রুপ সি মামলায় জামিন পান। এবার তিনি আরও একটি মামলায় জামিন পেলেন। এই মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এই প্রথম ট্রায়াল কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জানা যাচ্ছে, সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থকে জামিন দেওয়া হয়েছে। এদিন শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, জামিন পেলেন পর্ণা বসু, পঙ্কজ বনসল, রোহিত ঝা, সৌমিত্র ঘোষ, ইমাম মোমিন, আব্দুল খালেক, দিলীপ ভৌমিক, সুবীর ঘোষ, জুঁই দাস, সমরজিৎ আচার্য।

যদিও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও এখনই তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন না। জানা যাচ্ছে, নবম ও দশম শ্রেণীর নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও এই মামলায় জামিন পাচ্ছেন না কল্যাণময় গাঙ্গুলি ও অশোকা সাহা। পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক মামলায় জামিনের ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের একাংশ। সিবিআই-এর দ্বারা গ্রেফতার হওয়া একের পর এক মামলায় জামিন পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২২শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ইডি-এর আধিকারিকেরা টালিগঞ্জ এবং বেলঘরিয়ার অভিজাত আবাসনে লাগাতার তল্লাশি চালানোর পর অর্পিতার ফ্ল্যাট থেকে সোনার গয়নাগাটি, বিদেশি মুদ্রা-সহ নগদ প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করে। এছাড়া বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়।

error: Content is protected !!