সন্দীপ্তা-সৌম্যর বিয়ের পর এই প্রথম ‘ভ্যালেন্টাইন্স ডে’(Valentine’s Day ) আবার একই দিনে সরস্বতী পুজো(Saraswati Puja)। এই বিশেষ দিনে পরিকল্পনা কী সন্দীপ্তা-সৌম্যর?
আগামী বুধবার ভ্যালেন্টাইন্স ডে এবং ‘বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে’ অর্থাৎ সরস্বতী পুজো। যদিও ভালোবাসা উদযাপনের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, তবুও এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। যে তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।
সেরকমই এ বিশেষ দিনটি কীভাবে উদযাপন করবেন সে বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। বিয়ের পর এটি তার প্রথম ভ্যালেন্টাইনস ডে। গত শনিবার অর্থাৎ টেডি ডে’র দিন সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট টেডির সাথে ছবি পোস্ট করেছিলেন তিনি। তাহলে কি প্রেমের সপ্তাহের প্রত্যেকটা দিনই পালন করছেন অভিনেত্রী?
আরও পড়ুন,
*সময় বের করে ক’টি যোগাসন করুন, সুফল মিলবে
*Dalljiet Kaur: মুছে ফেলেছেন পটেল উপাধি, ফের সংসার ভাঙছে দলজিতের!
এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে জানিয়েছেন, ‘না না একেবারেই নয়। এমন কোনো ব্যাপারই নেই। আমরা এই বিষয়টাকে এভাবে দেখি না। চকলেট, টেডি বিয়ার বা ফুল যদি কেউ দিতে চায় যে কোনো সময় দিতে পারেন। তার জন্য আলাদা কোন দিনের প্রয়োজন নেই।’
এই বিশেষ দিনটি নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘আমার কোনো প্রেমিক ছিল না। কিন্তু আমার বন্ধুরা প্রেম করতো। আমি তাদের হয়ে তাদের ভালোবাসার মানুষদের রঙিন কাগজে উপহার মুড়ে দিতাম। যেই কাজ করতে আমার অনেক ভালো লাগতো।’
এছাড়াও এই বিশেষ দিন উদযাপনের ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘বিয়ের পর এটা প্রথম ভ্যালেন্টাইন্স ডে আবার সরস্বতী পুজো। সকালে আমি আর সৌম্য ভবানীপুরের বাড়িতে যাবো, ওখানে পুজো হয়। ওখান থেকে আমরা কোথাও গিয়ে খেয়ে আসবো। তারপর বাড়ি এসে কিছু একটা রান্না করবো।’
আরও পড়ুন,
*বুকে ব্যথা, স্ট্রোক এ সব ভুয়ো খবর! মিঠুন প্রসঙ্গে সরব পুত্রবধূ মাদলসা শর্মা
*Ravindra Jadeja: বিয়ের পর বাড়ির লোককে ভুলে গিয়েছেন জাদেজা, অভিযোগ বাবার, পালটা দিলেন তারকা অলরাউন্ডার