গত ৮ই সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর সংসারে এসেছে নতুন সদস্য। নতুন সদস্য আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়ে দেন রণবীর ও দীপিকা। প্রথম সন্তান জন্ম হওয়ার পর তারা যে বেশ খুশিতে রয়েছেন তা বলাই বাহুল্য। গণেশ চতুর্থীর দিন ভূমিষ্ট হয় তাদের কন্যা সন্তান। আর তাই সকলকে কন্যা সন্তান মা লক্ষ্মী বলছেন। যদিও এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি দম্পতি।
এছাড়া তারা নিজেরাও এখনও প্রকাশ্যে আসেননি। তবে কয়েকদিন পর মা ও সন্তানকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দিয়েছেন দীপিকা। এদিকে সন্তান জন্ম হওয়ার পর অনেকেই ভাগ্য নির্ধারণ করেন। সেই সন্তান আগামীতে কেমন হবে, কী কী জিনিস তার মধ্যে দিয়ে আগামীতে ঘটতে দেখা যাবে এসব নিয়ে ভাগ্য নির্ধারণ করতে দেখা যায়।
তেমনই দীপিকা ও রণবীরের সদ্যজাত সন্তানকে নিয়ে এমন কিছু ভবিষ্যদ্বাণী শোনা গেলো। আর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজী আগেই জানিয়েছেন, এই সন্তান জন্মের পর দীপিকা ও রণবীরের ভাগ্য আরও প্রশস্ত হবে। এর পাশাপাশি তাদের ঝুলিতে আসবে আরও হিট ছবি। এছাড়া রোহিত শেট্টির আগামী ছবি ‘সিংগম’ বক্স অফিসে হিট হবে।
এর পাশাপাশি জানা গিয়েছে দীপিকা ও রণবীরের সন্তান কন্যা রাশির বাহক। কন্যা রাশির জাতকেরা যৌক্তিকতা দিয়ে সবকিছু বিচার করে। এর পাশাপাশি অনেক বেশি পেশাদারিত্ব বজায় থাকবে। মায়ের মতন সে হবে একজন পারফেকশনিস্ট। ভালো মনের মানুষ হবে সে। গোটা বিশ্বে নিজের কাজের মধ্যে দিয়ে নাম করবে।
এর পাশাপাশি তাদের সন্তান কোমল হৃদয়ের মানুষ হবে। সমস্যা সমাধানে দক্ষ হবে সে। তার বাবা মায়ের মতন সেও হবে পরিশ্রমী। এছাড়া সেই সন্তানের সম্পাদক কিংবা সঙ্গীত জগতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
*কন্যা সন্তান প্রসব করেছেন দীপিকা পাড়ুকোন, নাতনি হওয়ার আনন্দে মিষ্টিমুখ করছেন অভিনেত্রীর বাবা-মা