বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার পরিচয় আর নতুন করে দেওয়ার দরকার নেই। তিনি হলেন বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। যদিও বর্তমানে তিনি আর বলিউডে নয়, বরং হলিউডে নিজের পায়ের তলা মাটি শক্ত করেছেন। বছর দশেক হলো তিনি বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন।
বর্তমানে তিনি আর ভারত নন, বরং আমেরিকার বাসিন্দা। আমেরিকার জনপ্রিয় গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর আমেরিকা এখন তার নতুন ঠিকানা। এর পাশাপাশি তার রয়েছে একটি মেয়ে। স্বামী ও সন্তান নিয়ে সুখের পরিবার তার। মাঝেমধ্যে মেয়ে ও স্বামীর সঙ্গে নানান মূহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
সম্প্রতি অভিনেত্রী চোট পেলেন। দেখা গিয়েছে গলায় লম্বা কাটা দাগ। অনেকটাই যে কেটে গিয়েছে তা স্পষ্ট। কীভাবে পেলেন এমন আঘাত? বর্তমানে আমেরিকার বদলে অস্ট্রেলিয়াতে রয়েছেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতিকে নিয়ে সেখানেই রয়েছেন তিনি।
সেখানেই চলছে তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শ্যুটিং। এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে প্রিয়াঙ্কাকে৷ এমন এক দৃশ্যে অভিনয় করার সময় তিনি রক্তাক্ত হন। আর সেই কাটা দাগের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে লিখেছেন, “পেশাগত প্রতিবন্ধকতা”।
জানা যাচ্ছে, একটি স্টান্ট করতে গিয়ে গলায় আঘাত লাগে তার। আর এরপরই এমন কেটে যায়। যদিও জানা যাচ্ছে, অভিনেত্রী এখন ভালো আছেন। আমাজন প্রাইম ভিডিওতে নতুন ছবিটি মুক্তি পাবে।