টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একাধিক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে সকলের মাঝে জনপ্রিয় হয়েছেন। সদ্য বিয়ে করেছেন। নতুন সংসার যে খুবই আনন্দে কাটাচ্ছেন তা সোশ্যাল মিডিয়া থেকেই স্পষ্ট। তিনি হলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। গত ২ মাস আগে নতুন করে দাম্পত্য জীবনে প্রবেশ করেন তিনি। নতুন সংসার ও দাম্পত্য জীবনের নানান মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন।
সম্প্রতি বিশ্ব জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ঈদ পালিত হয়েছে। আর সেই উপলক্ষে তারা নিজেদের উৎসবে পালনে ব্যস্ত৷ এবার দেখা গেলো সেই ঈদ পালনে নাম লেখালেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ঈদের দিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের মতন করে ঈদ পালন করার ছবি পোস্ট করলেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে দুই প্লেট সাজানো বিরিয়ানি, সঙ্গে স্যালাড। এরপর ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী ও তার স্বামীর হাতে ধরে থাকা কোল্ড ড্রিংকের গ্লাস। আর এই ছবি পোস্ট করে রূপাঞ্জনা লিখেছেন, “ঈদুল আজহা মোবারক! সুস্বাদু মাটন বিরিয়ানি এবং আরসালানের মুখে জল আনা মাটন চাপ এবং ব্লিঙ্কিট থেকে কোক অর্ডার করে উদযাপন উপভোগ করা।”
আর এই ছবি পোস্ট করার পর নানান মন্তব্য শুরু হয়েছে তার কমেন্ট বক্সে। একাধিক মানুষ নানান মন্তব্য করেছে। কটাক্ষে ভরে উঠেছে কমেন্ট বক্স। একজন মন্তব্য করেছেন, “পয়লা বৈশাখে কখনো সাজিয়ে বসেছ এরকম খাবারের থালা?” আরেকজন লিখেছেন, “এবার শুধু ধর্ম বদল করা বাকি… আনফলো করলাম।”
আরেকজন মন্তব্য করেছেন, “হিন্দুদের মধ্যে এখন ফ্যাশন হয়েছে, মুসলিম হওয়ার।” যদিও রূপাঞ্জনা কাউকেই কোনো জবাব দেননি৷ তবে অনেকেই নানান কটাক্ষ করেছেন।